আজকাল ওয়েবডেস্ক: জন রাইটের সময়ে ভারতীয় ক্রিকেট এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তিনিই ছিলেন ভারতের প্রথম বিদেশি কোচ। যিনি ২০০০ থেকে ২০০৫ অবধি কোচের পদে ছিলেন। তাঁর কোচিংয়ে দেশ ও দেশের বাইরে একাধিক গুরুত্বপূর্ণ সিরিজ জিতেছিল ভারত। কিন্তু বিতর্কেও জড়িয়েছিলেন রাইট।
দেশের অন্যতম বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ জানিয়েছেন, ২০০৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি কম রানে আউট হওয়ায় রাইট রাগে তাঁর কলার চেপে ধরেছিলেন। বীরুর কথায়, ‘২০০৪ সালে ইংল্যান্ড সফরের কথা। ইংল্যান্ড ম্যাচে অল্প রানে আউট হওয়ায় রাইট রাগে কলার চেপে ধরেছিলেন। এই ঘটনায় ভীষণ রেগে গিয়েছিলাম। গোটা বিষয়টি জানিয়েছিলাম টিম ম্যানেজার রাজীব শুক্লাকে। এরপর শুক্লা ও অমৃত মাথুর গোটা বিষয়টি সামলেছিলেন। ভাবুন তো কত সাহস একজন ইংরেজ আমার কলার ধরছে।’
ওই ঘটনার পর শচীন তেন্ডুলকারও এগিয়ে এসেছিলেন পরিস্থিতি ঠান্ডা করতে। রাজীব শুক্লা বলেছেন, ‘শেহবাগ এই ঘটনায় কেঁদে ফেলেছিল। জন রাইট ধাক্কা দেওয়ায় ও কলার টেনে ধরায় ভীষণ কষ্ট পেয়েছিল বীরু। এরপর সব ক্রিকেটাররা মিলে ঠিক করেছিল রাইটকে ক্ষমা চাইতে হবে বীরুর কাছে। এরপরই আমি রাইটের ঘরে যাই। গোটা বিষয়টি বলি। রাইট বলেন, একটা বাজে শট খেলার জন্য এটা করেছি। এরপরই শচীন আমাকে আলাদা করে ডেকে বলে এটা করল ক্রিকেটাররা আর সম্মান করবে না রাইটকে। এরপরই গোটা বিষয়টি বীরুকে বুঝিয়ে বলি। তখন শেহবাগও বিষয়টি বুঝতে পারে।’
