আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেটে বড় রদবদল। বেতন কাটা যেতে পারে বিরাট কোহলি এবং রোহিত শর্মার। ফলে উপার্জন থেকে ২ কোটি টাকা কমে যেতে পারে দুই মহাতারকার। চার ক্যাটাগরির বার্ষিক চুক্তি প্রকাশিত করল বিসিসিআই। জাতীয় দলের সমস্ত ক্রিকেটার এর আওতায় পড়বে। তিন ফরম্যাটের যোগদানের ওপর নির্ভর করে কেন্দ্রীয় চুক্তির ক্যাটাগরি। তিন ফরম্যাটের মধ্যে দুটো থেকে অবসর নিয়েছেন বিরাট এবং রোহিত। শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক খেলে। যার ফলে এ প্লাস ক্যাটাগরি থেকে এ তে নামিয়ে আনা হতে পারে দু'জনকে। চলতি বছরের এপ্রিলে প্লেয়ারদের কেন্দ্রীয় চুক্তি নবীকরণ হয়। সেবারও শোনা গিয়েছিল, সর্বোচ্চ ক্যাটাগরি থেকে নামিয়ে আনা হতে পারে দুই তারকাকে। কিন্তু এবার সেটা সত্যি হতে চলেছে।
কেন্দ্রীয় চুক্তিকে চার বিভাগে ভাগ করা হয়। তালিকায় রয়েছে এ প্লাস, এ, বি এবং সি ক্যাটাগরি। প্রত্যেক বিভাগে ফিক্সড বেতন আছে। বছরে যত ম্যাচই খেলুক না কেন সংশ্লিষ্ট ক্রিকেটার, সেই নির্দিষ্ট বেতনের প্রাপক তিনি। এছাড়াও আছে ম্যাচ ফি। নির্বাচক কমিটি, হেড কোচ এবং অধিনায়কের সঙ্গে আলোচনা করেই ক্যাটাগরি সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে এ প্লাস ক্যাটাগরিতে থাকলেও টি-২০ এবং টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দুই মহাতারকা। যার ফলে এ ক্যাটাগরি থেকে নেমে যাওয়ার প্রবল সম্ভাবনা। টি-২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রবীন্দ্র জাদেজাও। কিন্তু এখনও টেস্ট খেলেন। যার ফলে এ প্লাস ক্যাটাগরিতে রেখে দেওয়া হতে পারে তাঁকে। রোহিত এবং কোহলিকে নামিয়ে দেওয়া হলে, বেতন দু'কোটি কমে যাবে দুই তারকার। এ প্লাস চুক্তিতে বার্ষিক বেতন সাত কোটি। এ ক্যাটাগরিতে বেতন পাঁচ কোটি।
