আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ন্ত্রণ কি কেন্দ্রীয় সরকারের হাতে চলে যাবে? ন্যাশনাল স্পোর্টস গভর্নেন্স বিল পেশ হওয়ার কথা রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নতুন আইনের আওতায় আনা হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। দেশের ক্রীড়া সংস্থাগুলো আলাদা নীতিতে পরিচালিত হয়। কিন্তু সমস্ত খেলাকে একই সূত্রে বাঁধার পরিকল্পনা চলছে। সেই কারণেই নতুন ক্রীড়া বিল পেশ হতে চলেছে। ২০২৮ লস অ্যাঞ্জেলেস এবং ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিক্সে স্থান পাবে ক্রিকেট। শীঘ্রই অলিম্পিক স্পোর্টসের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ক্রিকেটকে। সেই কারণেই বিসিসিআইকে নতুন আইনের আওতায় নিয়ে আসতে চাইছে কেন্দ্রীয় সরকার।
এতদিন পর্যন্ত নিজের মতো চলত বোর্ড। নিজস্ব সংবিধান ছিল। স্বাধীন সংস্থা হিসেবে কাজ করত। কিন্তু এবার সেটা বদলে যেতে চলেছে। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের এক আধিকারিক জানান, ন্যাশনাল স্পোর্টস বিলের আওতায় থাকবে বিসিসিআই। অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু অলিম্পিকে প্রতিনিধিত্ব করতে হলে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের আওতায় আসতে হবে বিসিসিআইকে। কারণ আন্তর্জাতিক অলিম্পিক্স সংস্থা ক্রিকেটারদের আইওএর প্রতিনিধি হিসেবে বিবেচনা করে। এতদিন দেশের সব ক্রীড়া সংস্থাকে নিয়ন্ত্রণ করত আইওএ। নতুন আইনের ফলে সেই আওতা চলে যাবে স্পোর্টস বোর্ডের কাছে। দেশের খেলাধুলোর নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার জন্যই এই বিলে ন্যাশনাল স্পোর্টস বোর্ড গঠনের সুপারিশ রয়েছে। মঙ্গলবার একটি ড্রাফট স্পোর্টস বিল পেশ করা হয়। প্রসঙ্গত, ২০১৯ পর্যন্ত ন্যাশনাল স্পোর্টস ফেডারেশন হিসেবে চিহ্নিত ছিল না বিসিসিআই। ২০২০ সালে আরটিআই অ্যাক্টের অধীনে আনা হয়।
