আজকাল ওয়েবডেস্ক: ওয়ানডের নেতৃত্ব আবার ফিরে পেতে চলেছেন রোহিত শর্মা! হিটম্যানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড উঠতে চলেছে বলে চর্চা শুরু হয়েছে। আর সেটা হয়েছে শুভমান গিল ঘাড়ের ব্যথায় প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না পারায়। 

গুয়াহাটিতে হতে চলা দ্বিতীয় টেস্টে কি খেলতে পারবেন অধিনায়ক শুভমান গিল? বুধবার দুপুর ১২.৩৫ মিনিটে শুভমানের স্বাস্থ্য নিয়ে বিবৃতি দিয়েছে বোর্ড। তারা জানিয়েছে, ইডেনে দ্বিতীয় দিনের খেলা শেষে শুভমানকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরের দিনই তিনি ছাড়া পান। যে চিকিৎসা তাঁকে দেওয়া হয়েছে তাতে ভালভাবেই সাড়া দিয়েছেন শুভমান। তাই ১৯ নভেম্বর দলের সঙ্গেই তিনি গুয়াহাটি রওনা হয়েছেন। 

তিনি অবশ্য আলাদা গাড়িতে করেই দমদম বিমানবন্দরে যান। দলের বাকি সদস্যরা বাসে করে যান। গিলের সঙ্গে আলাদা ফিজিও ছিলেন। ঘাড়ের সমস্যা এখনও রয়েছে তাঁর। কলার রয়েছে তাঁর ঘাড়ে। 

গিলকে নিয়ে প্রশ্ন এখন। ওয়ানডে সিরিজে তিনি খেলবেন কিনা তা এখনই স্থির করে বলা যাচ্ছে না। চলতি মাসের ৩০ তারিখ থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। ওয়ানডে সিরিজে গিল খেলবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। এদিকে পাঁজরে চোটের জন্য সহ-অধিনায়ক শ্রেয়স আইয়ারও অনির্দিষ্টকালের জন্য বাইরে। এই প্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় রোহিত শর্মাকে নিয়ে শুরু হয়েছে চর্চা। সেখানে বলা হচ্ছে, বিসিসিআই রোহিতকে ওয়ানডেতে নেতৃত্ব দেওয়ার ব্যাপারে ভাবনাচিন্তা করছে। তাঁর সঙ্গে কথাবার্তাও হয়েছে বলে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। তবে রোহিত শর্মা কি আদৌ নেতৃত্ব ফিরে পেতে আগ্রহী? এটাই দেখার বিষয়। প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফ মনে করেন, রোহিত আর নেতৃত্ব গ্রহণ করবেন না। এই পরিস্থিতিতে লোকেশ রাহুলকে হয়তো ক্যাপ্টেন্সি করতে দেখা যাবে। তবে সবটাই জল্পনার স্তরে। গিল যদি নিতান্তই নামতে না পারেন, তবেই নেতৃত্বের আর্মব্যান্ড তুলে দেওয়া হবে অন্য কারওর হাতে।