আজকাল ওয়েবডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের দল ঘোষণার পরই মুখ্য নির্বাচক অজিত আগরকর জানিয়ে দিয়েছিলেন, পাঁচ টেস্টে খেলবেন না যশপ্রীত বুমরা। তাঁর ওয়ার্কলোড ম্যানেজমেন্টে গুরুত্ব দেওয়া হবে। প্রথম টেস্ট হারের পরই এই প্রশ্নের মুখে পড়তে হয় শুভমন গিলকে। পরের টেস্টে কি খেলবেন বুমরা? ভারত অধিনায়ক জানান, হাতে সময় রয়েছে। পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে। গিল বিষয়টি খোলসা করতে না চাইলেও, আগাম সতর্কবাণী রবি শাস্ত্রীর। কোহলিদের প্রাক্তন হেড কোচ সরাসরি জানিয়ে দেন, দ্বিতীয় টেস্ট বুমরাকে বিশ্রাম দেওয়া খারাপ স্ট্র্যাটেজি হবে টিম ইন্ডিয়ার জন্য। সিরিজ শুরুর আগে তারকা ক্রিকেটার তিনটে টেস্ট খেলার ইঙ্গিত দেন। সেই কারণেই অধিনায়ক করা হয় শুভমন গিলকে। শাস্ত্রী মনে করছেন, লর্ডসে খেলানো হবে তারকা পেসারকে। তাই হয়তো এজবাস্টনে দ্বিতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দেওয়া হতে পারে। কোনও রাখঢাক না করে সরাসরি জানিয়ে দিলেন, দ্বিতীয় টেস্টে বুমরাকে বিশ্রাম দিলে ০-২ এ পিছিয়ে পড়তে পারে টিম ইন্ডিয়া। পরিস্থিতি অনুযায়ী তাঁকে এবং টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নেওয়ার আর্জি জানান। 

রবি শাস্ত্রী বলেন, 'বুমরা বলেছে ও তিনটে টেস্ট ম্যাচ খেলবে। এবার কোন তিনটে খেলবে, সেটা বিবেচনা করতে হবে। আমার মনে হয়, ওকে ব্রেক দেওয়ার হলে, সেটা পরের টেস্টেই হবে। কারণ নিশ্চয়ই ও লর্ডসে খেলতে চাইবে। তাই একটা ম্যাচে বিরতি দিয়ে লর্ডসে খেলতে পারে। তারপর হয়তো আবার একটা বিরতি দিয়ে ম্যাঞ্চেস্টারে খেলবে। তারমধ্যে হয়ত ভারত ০-২ এ পিছিয়ে পড়বে। এটাই সমস্যার। আমার মতে, ওর এজবাস্টনে খেলা উচিত।'

টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ মনে করেন, দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতেই হবে ভারতকে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর টেস্ট সিরিজ হেরেছে ভারত। কোনওভাবেই আর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারতে চাইবে না। শাস্ত্রী বলেন, 'টানা তৃতীয় সিরিজে হার হজম করতে পারবে না ভারত। আমরা নিউজিল্যান্ডের কাছে o-৩ এ হেরেছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছি। এবার এটা কঠিন সিরিজ। এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। ইংল্যান্ডের বোলিং নিয়ে সমস্যা আছে। দলে চোট-আঘাত রয়েছে। তার ফায়দা তোলা উচিত ছিল। এবার পেছন থেকে ওদের তাড়া করার পালা। চারিত্রিক দৃঢ়তার পরিচয় দেওয়া উচিত। পরের টেস্টেই সেই কামড় দিতে হবে। সেটা না করতে পারলে, সমস্যা বাড়বে। এটা ওদের বুঝতে হবে।' এজবাস্টন টেস্টের আগে আগাম সতর্কবাণী দিয়ে রাখলেন শাস্ত্রী। তাতে কতটা কর্ণপাত করবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট, সেটাই দেখার।