আজকাল ওয়েবডেস্ক: চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদপিষ্টের ঘটনায় প্রাণ হারান ১১ জন। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড গোটা ঘটনায় কড়া পদক্ষেপ করেছে। বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, ''বোর্ড বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে।'' 

এই ঘটনার প্রেক্ষিতে বোর্ড তিন সদস্যের কমিটি তৈরি করবে। উদযাপনে নতুন কিছু নিয়ম করতে চলেছে বিসিসিআই। সেগুলো এরকম-

খেতাব জেতার ৩-৪ দিনের মধ্যে উদযাপন করা যাবে না। বিশৃঙ্খলা এড়াতে হবে। উদযাপনের ক্ষেত্রে হঠকারী কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। দ্রুততার সঙ্গে কোনও আয়োজন করা যাবে না। কোনও ইভেন্ট করতে হলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছ থেকে অনুমতি নিতে হবে।

উদযাপনের সময়ে চার থেকে পাঁচ স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকতে হবে। বিমানবন্দর থেকে ইভেন্টের ভেন্যু পর্যন্ত চলাচলের সময়ে দলের নিরাপত্তার দিকটা যেন নজর রাখা হয়। জেলা পুলিশ, রাজ্য সরকার ও স্থানীয় প্রশাসনের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এরকম একাধিক নিয়ম লাগু করবে বোর্ড। 

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেতাব জয়ের পরের দিন চিন্নাস্বামীতে উদযাপন অনুষ্ঠানের বন্দোবস্ত করা হয়েছিল। চিন্নাস্বামীর ভিতরে ক্রিকেটারদের নিয়ে উদযাপন চলছিল। বাইরে তখন অসংখ্য মানুষের ভিড়। পদপিষ্ট হয়ে অকালেই প্রাণ যায় ১১ জন মানুষের।