আজকাল ওয়েবডেস্ক: বোর্ড পরিচালন সংক্রান্ত একগুচ্ছ বিষয় নিয়ে বুধবার আলোচনায় বসবে বিসিসিআই-এর অ্যাপেক্স কাউন্সিল। কিন্তু জয় শাহের ছেড়ে যাওয়া বোর্ড সচিবের চেয়ারে কে বসবেন, তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা হবে না।

এই খবরই জানা গিয়েছে অ্যাপেক্স কাউন্সিলের মিটিংয়ের আগে। নব্য সচিবের নাম ঘোষণা নেই সূচিতে। ফলে জয় শাহ আরও কয়েকদিন কাজ চালিয়ে যাবেন। 

বেঙ্গালুরুতে হবে বোর্ডের ৯৩-তম বার্ষিক সাধারণ সভা। তার আগে এটাই শেষ অ্যাপেক্স কাউন্সিলের মিটিং। এদিকে বোর্ডের নতুন সচিবের নাম ঘোষণা আবশ্যিক হয়ে দাঁড়িয়েছে। কারণ আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান হিসেবে এবার দায়িত্ব নেবেন  জয় শাহ।

বোর্ডের বার্ষিক সাধারণ সভা চলাকালীন জয় শাহ বিসিসিআই-এর সচিব পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না। নতুন বোর্ড সচিবের নামও ঘোষণা করা হবে না। অর্থাৎ ২৫ সেপ্টেম্বর নতুন বোর্ড সচিবের নাম ঘোষিত হচ্ছে না। অর্থাৎ আরও কয়েকদিন  বোর্ড সচিবের পদে কাজ চালিয়ে যাবেন জয় শাহ। এদিকে জয় শাহের পরিবর্তে বোর্ড সচিবের পদে বসার দৌড়ে  এগিয়ে রয়েছেন প্রয়াত অরুণ জেটলির ছেলে রোহন জেটলি।