আজকাল ওয়েবডেস্ক: টিম ইন্ডিয়ার সাপোর্ট স্টাফের সংখ্যা বাড়ল। 

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ধরাশায়ী হওয়া এবং অস্ট্রেলিয়ার মাটিতে বিধ্বস্ত হওয়ার পরে ভারতের সাপোর্ট স্টাফের সংখ্যা বৃদ্ধি করার চিন্তাভাবনা করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সেই মতো বর্তমান ইন্ডিয়া এ টিমের হেড কোচ সীতাংশু কোটাককে ভারতীয় দলের হেড কোচ করা হল। 

গতবছরের নভেম্বরে ভারতীয় এ দল অস্ট্রেলিয়া সফরে গিয়েছিল। সেই সময়ে ভারতীয় এ দলের হেড কোচ ছিলেন সীতাংশু কোটাক। ২০২৩ সালের আগস্টে বুমরার নেতৃত্বাধীন ভারতীয় দলের হেড কোচ ছিলেন কোটাক। সেই সময়ে ভারতীয় দল আয়ারল্যান্ড সফরে গিয়েছিল। 

৫২ বছর বয়সি বাঁ হাতি সীতাংশু কোটাক সৌরাষ্ট্রকে নেতৃত্ব দেন। তাঁর ঘরোয়া ক্রিকেট কেরিয়ার শুরু হয়েছিল ১৯৯২-৯৩ মরশুমে ২০১৩ সাল পর্যন্ত তিনি খেলেন। ১৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৮০৬১ রানের মালিক সীতাংশু। ১৫টি সেঞ্চুরি ও ৫৫টি পঞ্চাশ তাঁর ঝুলিতে। 

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে একটি সূত্র জানিয়েছে, ভারতের ব্যাটিং কোচের পদের জন্য সীতাংশু কোটাকের নাম বিবেচনা করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই হয়তো কাজ শুরু করতে চলেছেন তিনি। গত দুটি সিরিজে ভারতের ব্যাটাররা ব্যর্থ হয়েছে। ব্যাটিংয়ের রক্তাল্পতা দূর করার জন্য ভারতীয় দলের সাপোর্ট স্টাফের সংখ্যা বাড়ানো হল। আনা হল পুরোদস্তুর একজন ব্যাটিং কোচকে। সীতাংশু কোটাক ব্যাটিংয়ের সমস্যা দূর করতে পারেন কিনা সেটাই দেখার। 

বর্তমানে ভারতের বোলিং কোচ মর্নি মর্কেল। সহকারী কোচ অভিষেক নায়ার, সহকারী কোচ রায়ান টেন দুশখ্যাতে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ। নতুন কোচিং স্টাফ। আশা করা হয়েছিল নতুন ভারত দারুণ পারফরম্যান্স করবে। কিন্তু মুখ থুবড়ে পড়ে টিম ইন্ডিয়া। আর তার পরই বোর্ড সীতাংশু কোটাককে ভারতীয় দলের ব্যাটিং কোচ করা হল।