আজকাল ওয়েবডেস্ক:‌ রোহিত শর্মা ও বিরাট কোহলি। অস্ট্রেলিয়া সফরে ডাহা ফেল। কোহলি তবুও পারথে একটা শতরান করেছিলেন। তারপর আর অন্তত একটা অর্ধশতরানও করতে পারেননি। আর রোহিতের কথা যত কম বলা যায় ততই ভাল।


রোহিত তিন টেস্টে করেছেন মাত্র ৩১। আর বিরাট আট ইনিংসে করেছেন ১৯০ রান। গড় মাত্র ২৩.‌৭৫। অফস্টাম্পের বাইরের বলে বারবার আউট হয়েছেন। আর রোহিত তো রানে নেই বলে সিডনি টেস্ট থেকেই সরে দাঁড়ান। এদিকে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, রোহিত ও বিরাট নাকি নিজে থেকে অবসর নেবেন না। তাই নির্বাচকদের উপরেই দায়িত্বটা বর্তাবে।


সূত্রের খবর, অস্ট্রেলিয়ায় টিম ইন্ডিয়ার পারফরম্যান্সে একেবারেই খুশি নন বিসিসিআই কর্তারা। তার উপর বিরাট ও রোহিতের মতো ক্রিকেটারকে অবসর নেওয়ার চাপও দিতে পারছে না বোর্ড। রিপোর্টে দাবি করা হয়েছে, টিম ম্যানেজমেন্টও এই পারফরম্যান্সে অখুশি। দল এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। এক বোর্ড কর্তার কথায়, ‘‌খেলা শেষে গাভাসকার ও ইরফান পাঠানের কথোপকথন শুনেছি। ওরা বলেছেন দুই ক্রিকেটার টেস্টে নিজে থেকে অবসর নিতে ইচ্ছুক নন। ওনারা বলেছেন, বোর্ডও জোর করতে পারছে না। কিন্তু দলের উন্নতির কথা তো ভাবতে হবে। সময় এলে নির্বাচকরাই সঠিক সিদ্ধান্ত নেবেন।’‌


অপর একটি সূত্রের দাবি, বোর্ডের নতুন সচিব হতে চলা দেবজিৎ সইকিয়া ও কোষাধ্যক্ষ পদে আবেদন করা প্রভতেজ ভাটিয়া কোহলির ব্যাটিংয়ের সমস্যা নিয়ে কথা বলেছেন।