আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পিচকে অসন্তোষজনক বলে রেটিং দিয়েছিল আইসিসি। 
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন ইডেন গার্ডেন্সের পিচকে 'সন্তোষজনক' বলে উল্লেখ করলেন। 

নভেম্বরের ১৪ তারিখ ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট ম্যাচের বল গড়িয়েছিল। কিন্তু বাইশ গজে স্পিনের মায়াজালে ভারতকে বেঁধেছিল প্রোটিয়া ব্রিগেড। তিনদিনের মধ্যে শেষ হয়ে গিয়ছিল সেই টেস্ট ম্যাচ। ইডেনের সেই পিচকে সন্তোষজনক বলে উল্লেখ করেন রিচি রিচার্ডসন। ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন অধিনায়ক তিনি। 

ইডেনে ৩০ রানে টেস্ট জেতে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট ম্যাচের পিচকে 'ভেরি গুড' রেটিং দিয়েছিল আইসিসি। ৪০৮ রানে জিতে সিরিজ ২-০ করেছিল দক্ষিণ আফ্রিকা। ২৫ বছর পরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। 

 

ইডেন টেস্টের পরে পিচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল। ভারতের হেড কোচ গৌতম গম্ভীর বলেছিলেন, ''উইকেটে জুজু ছিল না। খেলা যায় না এমন উইকেট ছিল না। বেশিরভাগ উইকেটই নিয়েছে সিমাররা। ব্যাটারদের স্কিল ও মানসিক দক্ষতার পরীক্ষা দিতে হয়েছে...যারা পেরেছে তারাই রান পেয়েছে। আমরাও এরকমই চেয়েছিলাম। কিন্তু ঠিকমতো খেলতে না পারলে তো এমন হবেই।'' 

বিশ্বের অন্যপ্রান্তে আবার পিচ নিয়ে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে। মেলবোর্নে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ম্যাচ মাত্র দু'দিনেই শেষ হয়েছে। আইসিসি 'অসন্তোষজনক' রেটিংয়ের পাশাপাশি  মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। 

নির্ধারিত পাঁচ দিনে টেস্ট ম্যাচ শেষ না হওয়ায় দুই প্রান্তের দুই টেস্ট কেন্দ্র দু' রকমের সার্টিফিকেট পেল।