আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া প্রয়াত। তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে, দেশ শোকসন্তপ্ত। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে আজ মঙ্গলবারের দু'টি ম্যাচ বাতিল করা হয়েছে। স্থগিত হওয়া দু'টি ম্যাচের দিনক্ষণ পরবর্তীতে জানানো হবে। 

দীর্ঘ রোগভোগের পর, মঙ্গলবার সকালে প্রয়াত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮০। গৃহবধূ থেকে এক দৃঢ়চেতা নেত্রী হিসেবে তাঁর উত্থান দেখেছিল বাংলাদেশের রাজনীতি। পদ্মাপাড়ের প্রধানমন্ত্রীর মসনদে মোট  দু' বার বসেন তিনি। জিয়াউর রহমানের মৃত্য়ুর সাত মাস পরে এক বিশেষ পরিস্থিতিতে বিএনপি-তে যোগ দিয়েছিলেন। রাজনীতিতে যোগ দেওয়ার দশ বছরের কম সময়ের মধ্যেই তিনি দেশের প্রধানমন্ত্রী হন। ৪৩ বছরের রাজনৈতিক জীবন খালেদা জিয়ার। আজ থেমে গেল তাঁর যাবতীয় লড়াই। 

মঙ্গলবার বিপিএলের সূচি অনুযায়ী, দুপুরে সিলেট টাইটান্স-চট্টগ্রাম রয়্যালস ও সন্ধ্যায় ঢাকা ক্যাপিটাল্স–রংপুর রাইডার্স ম্যাচ হওয়ার কথা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই দু'টি ম্যাচের বল আর গড়াচ্ছে না। 

খালেদা জিয়ার প্রয়াণে শোকপ্রকাশ করে বিসিবি। দেশের ক্রিকেটের অগ্রগতিতে খালেদা জিয়ার অবদানের কথা জানায় বিসিবি। 

বাংলাদেশের অন্যতম তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানও শোকপ্রকাশ করেছে খালেদার প্রয়াণে। আরেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল লিখেছেন, ''তাঁর প্রয়াণে দেশ হারাল এক দৃঢ় নেতৃত্বের প্রতীককে।''

ক্রিকেটের পরিকাঠামোর উন্নয়নে এবং দেশে খেলাটি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন খালেদা জিয়া। সেই খালেদার প্রয়াণে আজ বিপিএলের ম্যাচ স্থগিত করা হল। বন্ধ ফেডারেশন কাপ ও মহিলা ফুটবল লিগের ম্যাচও।