আজকাল ওয়েবডেস্ক: আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে চর্চা অব্যাহত। প্রাক্তনদের মধ্যে অনেকেই মনে করছেন, এই ম্যাচ বয়কট করা উচিত ভারতের। এবার এই নিয়ে মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। জানান, মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে কেন্দ্রীয় সরকার তাঁদের কোনও দেশের বিরুদ্ধে না খেলার ওপর নিষেধাজ্ঞা জারি করেনি। পাহেলগাঁও জঙ্গিহানার পর একাধিক প্রাক্তন ক্রিকেটার জানান, ভারত-পাকিস্তানের মধ্যে কোনও ক্রিকেট ম্যাচ হওয়া উচিত নয়। এই তালিকায় ছিলেন গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহবাগরা। লেজেন্ডস ক্রিকেট লিগে গ্রুপ পর্বের ম্যাচ এবং সেমিফাইনাল বয়কট করে ভারতের কিংবদন্তিদের দল। আসন্ন এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের পক্ষে হরভজন সিং, মনোজ তিওয়ারিরা। কিন্তু বোর্ড সচিব জানিয়ে দেন, ম্যাচ হবে।
নতুন একটি পলিসির কথা তুলে ধরেন। আগস্টে ক্রীড়াক্ষেত্রে দুই দেশের অ্যাথলিটদের মুখোমুখি হওয়া নিয়ে একটি নির্দেশিকা জারি হয়। নতুন নিয়ম অনুযায়ী, মাল্টিন্যাশনাল ইভেন্টে পাকিস্তানের মুখোমুখি হতে পারে ভারত। কিন্তু দুই দেশের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ হবে না। সাইকিয়া বলেন, 'কেন্দ্রীয় সরকার যা ঠিক করবে, আমাদের সেটা মেনে চলতে হবে। বর্তমানে মাল্টিন্যাশনাল এবং আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে ভারতের সঙ্গে যেসব দেশের সম্পর্ক ভাল না, তাঁদের বিরুদ্ধে খেলার ওপর কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। যেকোনও মাল্টিন্যাশনাল টুর্নামেন্টে সবকটা ম্যাচ খেলতে হবে ভারতকে। এশিয়া কাপ মাল্টিন্যাশনাল টুর্নামেন্ট। এশিয়া উপমহাদেশের দল রয়েছে। তাই আমাদের খেলতেই হবে। একইভাবে আইসিসি টুর্নামেন্টেও খেলতে হবে। কিন্তু আমরা কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলব না।'
সাইকিয়া জানান, কেন্দ্রীয় সরকারের পলিসি অনুযায়ী চলবে বোর্ড। গ্লোবাল টুর্নামেন্টে পাকিস্তান ম্যাচ বয়কট করলে তাঁর ফল ভুগতে হতে পারে। নির্বাসিত হওয়ারও সম্ভাবনা থাকে। সাইকিয়া বলেন, 'আমরা কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী চলব। সেই কারণে আমাদের খেলতেই হবে। এই পলিশি খুবই ভালভাবে করা হয়েছে। শুধু ক্রিকেট নয়, বাকি খেলাধুলোও এর আওতায় পড়ে। ভারত যদি কোনও ম্যাচ ইচ্ছাকৃতভাবে বয়কট করে, তাহলে নির্বাসনের আওতায় পড়তে হতে পারে। যদি এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা আইসিসি, বা ফিফা ও এএফসির কোনও টুর্নামেন্টে নির্দিষ্ট দেশের বিরুদ্ধে না খেলে, তাহলে নির্বাসনের মুখে পড়তে হতে পারে।' অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়া এবং নীরজ চোপড়ার প্রসঙ্গ তোলেন। জানান, পাকিস্তানের কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে তিনি খেলতে না চাইলে ভারতীয় জ্যাভলিন থ্রোয়ারের ওপর কোপ পড়বে।সাইকিয়া বলেন, 'এরকম কিছু হলে সেটা প্লেয়ারের বিরুদ্ধে যাবে। অ্যাথলেটিকসের ক্ষেত্রে যদি কোনও ভারতীয় পাকিস্তানের প্রতিপক্ষের বিরুদ্ধে নামতে না চায়, তাহলে নির্বাসনের প্রসঙ্গ উঠতে পারে। সেক্ষেত্রে কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন না নীরজ চোপড়া। আমি নিশ্চিত, এই সমস্ত বিষয়গুলোর কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে।' অর্থাৎ, আসন্ন ভারত-পাকিস্তান ম্যাচকে কেন্দ্র করে যাবতীয় চর্চার এখানেই অব্যহতি।
