আজকাল ওয়েবডেস্ক: দিন কয়েক আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের 'পরিবার-নীতি' নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরাট কোহলি। 

ধরেই নেওয়া হয়েছিল কোহলির সমালোচনার মুখে পড়ে বোর্ড সেই নিয়মের পরিবর্তন করতে চলেছে। কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড রয়েছেন নিজের জায়গাতেই। কোহলি যতই সমালোচনা করুন, যতই তাঁর অপছন্দের হোক বোর্ডের নিয়ম নীতি, তা একই থাকছে। একটুও বদলাচ্ছে না।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নতুন সচিব দেবজিৎ সইকিয়া জানিয়ে দিলেন, বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার নিয়ে যে নিয়মনীতি ছিল, তা একই থাকবে। কোনও নড়চড় হবে না। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেন, ''যদি কোনও খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয়, তুমি কি চাও? তোমার পরিবার সবসময়ে তোমার সঙ্গে থাকুক? প্রত্যেকেই বলবে, হ্যাঁ। কেউই ম্যাচের শেষে একা রুমে বসে থাকতে চায় না। আমিও স্বাভাবিক জীবন চাই। খেলার দায়িত্ব শেষ করে আমি আবার আমার নিজের স্বাভাবিক জীবনে ফিরে যেতে চাই।'' 

কোহলির এমন বিস্ফোরণের পরে অনেকেই মনে করেছিলেন বোর্ড হয়তো নিয়মে পরিবর্তন করতে চলেছে। কিন্তু বোর্ডের নতুন সচিব দেবজিৎ সইকিয়া বলেন, ''এই মুহূর্তে বর্তমান নিয়মনীতিতে কোনও পরিবর্তন হচ্ছে না। জাতির কাছে এবং আমাদের সংস্থার জন্য এই নিয়মনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।''