আজকাল ওয়েবডেস্ক: আইসিসির নির্দেশ সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় থাকে বাংলাদেশ। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না তাঁরা। যার ফলে আসন্ন বিশ্বকাপ থেকে ওপার বাংলার দলের ছিটকে যাওয়া শুধুই সময়ের অপেক্ষা। কারণ ভেন্যু বদলাবে না আইসিসি। বুধবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার বিসিবির সভাপতি আমিনুল ইসলাম জানান, তাঁদের ২৪ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। কিন্তু আবারও আইসিসির কাছে শ্রীলঙ্কায় খেলার অনুরোধ জানানো হবে। শুক্রবার ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে আরও একটি চিঠি দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের ভেন্যু বদলের দাবি আইসিসির স্বাধীনভাবে পরিচালিত বিরোধ নিষ্পত্তি কমিটিতে পাঠানোর অনুরোধ করা হল। এই কমিটিতে আইনজীবীরা রয়েছে। তাঁদের কাজ আইসিসি সংক্রান্ত যাবতীয় বিবাদ মেটানো। বিসিবির আশা, তাঁদের অনুরোধ মেনে আইসিসির স্বাধীনভাবে পরিচালিত বিরোধ নিষ্পত্তি কমিটিতে বিষয়টি পাঠানো হবে। এই কমিটিতে আইসিসি, মেম্বার বোর্ড, প্লেয়ার, অফিসিয়াল এবং সংশ্লিষ্ট পার্টির সদস্যদের সমস্যার সমাধান হয়। ইংলিশ আইনের অধীনে এই কমিটি চলে। 

আইসিসির ডিসপুট রেজোলিউশন কমিটির সিদ্ধান্তকে চূড়ান্ত ধরা হয়। তাঁদের বিরুদ্ধে প্রশ্ন তোলা যায় না। এবার এই কমিটির দ্বারস্থ বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগের দিন বাংলাদেশ বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, নিরাপত্তাজনিত কারণে কোনওভাবেই ভারতে খেলতে আসবে না। বাংলাদেশ সরকারের স্পোর্টস পরামর্শদাতা আশিফ নজরুল জানিয়ে দেন, সিদ্ধান্ত বদলের কোনও সম্ভাবনা নেই। নজরুল বলেন, 'আইসিসি বাংলাদেশের ভেন্যু বদলের আবেদন গ্রহণ করেনি। সুতরাং ধরে নেওয়া যায় আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে না।' বাংলাদেশের সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দেখা করার পর ঢাকায় এমন দাবি রাখেন তিনি। সরাসরি আইসিসির দিকে আঙুল তোলেন তিনি। দাবি করেন, বাংলাদেশ ন্যায়বিচার পায়নি। নজরুল আরও বলেন, 'ভারতে খেলা আমাদের কাছে ঝুঁকি হবে। পরিস্থিতি এখনও বদলায়নি।' 

এদিকে নিজেদের সিদ্ধান্তে অনড় আইসিসি। বোর্ড মিটিংয়ের পর বুধবার জানিয়ে দেওয়া হয়েছে, কোনওভাবেই ভেন্যু বদল করা যাবে না। বাংলাদেশকে একদিনের সময়সীমা দেওয়া হয়। সরকারের সঙ্গে করা বলে বিশ্বকাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলা হয়েছে। ইংল্যান্ড, ইতালি, ওয়েস্ট ইন্ডিজ এবং নেপালের সঙ্গে গ্রুপ সিতে রয়েছে বাংলাদেশ। প্রথম তিনটে ম্যাচ কলকাতায় খেলার কথা বাংলাদেশের। গ্রুপের শেষ ম্যাচ মুম্বইয়ে। ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কলকাতায় বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা বাংলাদেশের। শেষপর্যন্ত বাংলাদেশ না খেললে, স্কটল্যান্ড বিশ্বকাপে সুযোগ পেতে পারে।