আজকাল ওয়েবডেস্ক: ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ ক্রিকেট দল। এমনটাই নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
২০২৬ সালের আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়া নিয়ে তৈরি হওয়া বিতর্কের আবহেই এই সিদ্ধান্ত নিল বিসিবি।
বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত উদ্বেগের কারণেই আইসিসির এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দলকে ভারতে পাঠানো সম্ভব নয়।
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে পাঠানো এক ই-মেলে বিসিবি স্পষ্টভাবে জানায়, ‘নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতে দল পাঠানো সম্ভব নয়।’
প্রাথমিকভাবে আইসিসির কাছে তিনটি বিষয় উত্থাপনের পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত বিসিবি আনুষ্ঠানিক ভাবে একটি মাত্র দাবি পেশ করে। রবিবার বিকেলে বিসিবির ১৭ জন পরিচালকের বৈঠকে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে সর্বসম্মতিক্রমে স্থির হয়, বাংলাদেশ বিশ্বকাপ চলাকালীন তাদের কোনও ম্যাচই ভারতের মাটিতে খেলবে না। এই সিদ্ধান্তের ফলে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি ও ভেন্যু সংক্রান্ত বিষয়ে নতুন করে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বিশ্বকাপে বাংলাদেশের একাধিক ম্যাচ ছিল ইডেন গার্ডেন্সে। ভারতে খেলতে না আসলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানায়নি আইসিসি।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে ফুটছে বাংলাদেশ। তারকা পেসারের কেকেআর থেকে নিষ্ক্রমণকে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেটের অপমান বলে মনে করা হচ্ছে।
এই প্রেক্ষিতে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় লিখিত এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানান, ভারতের মাটিতে যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় বাংলাদেশ।
নিরাপত্তার কারণ দর্শিয়ে আসিফ নজরুল বলেন, ‘ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।’
তার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপৎকালীন ভিত্তিতে সভা করে জানিয়ে দেয়, আইসিসি-র কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে।
বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যাবতীয় বিতর্কের মধ্যেই ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সইফ হাসানকে। চমকপ্রদভাবে ঘোষিত দলে জায়গা পাননি প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বাংলাদেশ দল:
লিটন দাস (অধিনায়ক), সইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।
