আজকাল ওয়েবডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই ভারতের এশিয়া কাপের অভিযান শুরু। সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে নামার আগে, টিম ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ প্রশ্নের মুখে। বর্তমানে ক্রিকেট অনেক বদলে গিয়েছে। আগে নির্দিষ্ট ব্যাটিং অর্ডার থাকত। কিন্তু এখন সবটাই পরিস্থিতির ওপর নির্ভর করে। প্রথম তিনজন ব্যাটার বাদ দিয়ে বাকি কারোর পজিশন নির্দিষ্ট নয়। কে কখন ব্যাট করবে, বা কে বল করবে, সেটা সম্পূর্ণ নির্ভর করে পরিসংখ্যানের ওপর। এছাড়াও সবটাই নির্ভর করে কোচের ওপর। 

বর্তমানে আট নম্বরে কে ব্যাট করবে, সেই নিয়ে চর্চা চলছে। বর্তমানে এই জায়গায় ব্যাট করার মতো কেউ নেই। এমন একজন বোলার দরকার যে প্রয়োজনে ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ রান যোগ করতে পারবে। তাই পারমুটেশন-কম্বিনেশন করে দেখা হবে। আট নম্বরে কোনও টেলএন্ডার ব্যাট করবে? নাকি অক্ষর প্যাটেল, জীতেশ শর্মা বা শিবম দুবেকে পাঠানো হবে? পাকিস্তান ম্যাচের আগে সংযুক্ত আরব আমিরশাহি ম্যাচে পরীক্ষার সুযোগ পাবে টিম ইন্ডিয়া। লালচাঁদ রাজপুতের তত্ত্বাবধানে অনেকটা উন্নতি হয়েছে তাঁদের। সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তান এবং পাকিস্তানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। বাংলাদেশের বিরুদ্ধে ২-১ এ সিরিজ জেতে। এশিয়া কাপ শুরুর আগে আত্মবিশ্বাসী দেখায় তাঁদের অধিনায়ককে। মহম্মদ ওয়াসিম বলেন, 'আমরা ভাল ক্রিকেট খেলছি। তবে সেই নিয়ে আমরা ভাবছি না। আমরা ভারতের বিরুদ্ধে খেলি বা পাকিস্তান, ভাল ক্রিকেট খেলার চেষ্টা করব।' 

সংযুক্ত আরব আমিরশাহি প্রসঙ্গে সূর্যকুমার যাদব বলেন, 'ওদের ব্র্যান্ড অফ ক্রিকেট খুব আকর্ষণীয়। সম্প্রতি একটি সিরিজে অংশ নেয় ওরা। বাকিদের ওপর চাপ সৃষ্টি করে। আমরা ওদের বিরুদ্ধে খেলার জন্য মুখিয়ে আছি।' প্রথম একাদশ প্রায় ঠিক হয়ে গিয়েছে। কিন্তু ঘাসের পিচ ভারতীয় কোচিং স্টাফের মনে একটা দ্বন্দ্ব সৃষ্টি করেছে। বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের মধ্যে একজন সুযোগ পাবে। প্রথমজনের খেলার সম্ভাবনা বেশি। কয়েক ওভার বল হাতে দেখা যেতে পারে অভিষেক শর্মাকে। বল হাতে শুরু করবেন যশপ্রীত বুমরা এবং অর্শদীপ সিং। হার্দিক পাণ্ডিয়া এবং শিবম দুবেকেও হাত ঘোরাতে দেখা যেতে পারে।ফেব্রুয়ারিতে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টি-২০ সিরিজ খেলেছিল ভারত। ছয় মাস পরে আবার ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে নামবে টিম ইন্ডিয়া। প্রসঙ্গত, বুধবার অভিযান শুরু ভারতের। চারদিন পরই ভারত-পাকিস্তান মহারণ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট এখনও অবিক্রিত। তাতে হতবাক ফ্যান এবং ক্রিকেট বিশেষজ্ঞরা। এখনও হাইভোল্টেজ ম্যাচের টিকিট পাওয়া যাচ্ছে। যা সচরাচর হয় না। তবে দাম প্রচুর বেড়ে গিয়েছে। এবারের ভারত-পাকিস্তান মহারণ সমর্থকদের মধ্যে এখনও তেমন উৎসাহ সৃষ্টি করতে পারেনি।