আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের হৃদয় জিতে নিয়েছেন ঋষভ পন্থ। ইমরান খানের দেশ থেকে ভেসে এল পন্থ সম্পর্কে প্রশংসা।

প্রাক্তন পাক ক্রিকেটার বাসিত আলি চেন্নাই টেস্টে পন্থের ইনিংস দেখার পরে বীরেন্দ্র শেহবাগের সঙ্গে তুলনা টেনেছেন। নিজের ইউটিউব চ্যানেলে বাসিত আলি বলেছেন, ''ভারতে কেবল দু'জন ব্যাটার রয়েছে, যাদের রক্ষণ আক্রমণাত্মক। দ্বিতীয় জন ঋষভ পন্থ। প্রথম জয় বীরেন্দ্র শেহবাগ। বীরু প্রথম বল থেকেই বাউন্ডারি মারার চেষ্টা করত। পন্থের ডিফেন্সও আক্রমণাত্মক। শট খেলতে পছন্দ করে। বাংলাদেশের বিরুদ্ধে বেশ ভাল খেলেছে পন্থ। হৃদয় জিতে নিয়েছে ও।'' 

পন্থের ১০৯ রানের ইনিংসে ফ্রন্ট ফুট ও ব্যাক ফুটে একাধিক শট মেরেছেন। স্পিনারদের বিরুদ্ধে ব্যাকফুটে গিয়ে ফিল্ডিংয়ের ফাঁক খুঁজে বের করেছেন। পন্থ যখন খেলতে নেমেছিলেন তখন ভারত চাপে ছিল। বিরাট কোহলি ফিরে গিয়েছেন প্যাভিলিয়নে।

এমন সময়ে ভারতের তরুণ উইকেট কিপার শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপ গড়েন। গিল ও পন্থ ভারতকে পৌঁছে দেন বেশ ভাল জায়গায়। দুই তরুণ তুর্কির জন্যই বাংলাদেশ প্রবল চাপে পড়ে গিয়েছে। তৃতীয় দিনের শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ১৫৮। রবিবার চতুর্থ দিনে বাংলাদেশের ৬টি উইকেট তুলতে হবে ভারতীয় বোলারদের।