আজকাল ওয়েবডেস্ক:‌ রিয়েল মাদ্রিদ পা হড়কালেও বার্সেলোনা কিন্তু সহজেই জিতল। ডর্টমুন্ডকে উড়িয়ে দিল ৪–০ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যূ তে আধিপত্য নিয়েই খেললেন রাফিনহারা।


৬১ শতাংশ বল পজেশন রেখে ৫৪৫ পাস খেলে ১০ গোলে শট। ঢুকল চারটি। ২৫ মিনিটেই বার্সাকে এগিয়ে দিয়েছিলেন রাফিনহা। এরপর ৪৮ ও ৬৬ মিনিটে জোড়া গোল করেন রবার্ট লেওয়ানডস্কি। ৭৭ মিনিটে দলের হয়ে চতুর্থ গোল লামিনে ইয়ামালের। ফিরতি লেগ সপ্তাহখানেক পর ডর্টমুন্ডের মাঠে। বড় কোনও অঘটন না ঘটলে সেমিফাইনালে যাচ্ছে বার্সা। ২০১৯ সালের পর প্রথম বার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ওঠার মুখে দাঁড়িয়ে বার্সেলোনা। টানা ২৩টি ম্যাচে অপরাজিত তারা। আর বার্সার জার্সিতে ৯৯ গোল হয়ে গেল লেওয়ানডস্কির।


গতবারের ফাইনালিস্টদের পর্যুদস্ত করে জয়। তবুও কোচ হ্যান্সি ফ্লিক স্বস্তি পাচ্ছেন না। ফুটবলারদের সতর্ক করে দিয়েছেন তিনি। তবে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৩৬ গোল করে ফেলেছে বার্সেলোনা। 


অপর ম্যাচে পিএসজি ৩–১ গোলে হারিয়েছেন অ্যাস্টন ভিলাকে। পিএসজি’‌র মাঠে কিন্তু ৩৫ মিনিটে গোল করে এগিয়ে গিয়েছিল ভিলাই। গোল করেন মর্গ্যান রজার্স। এরপরই জেগে ওঠে পিএসজি। চার মিনিটের মধ্যে গোল শোধ করে দেন ডিজায়ার ডাউ। দ্বিতীয়ার্ধের শুরুতে পিএসজি ২–১ এগোয় কিভিচা ভারাতসিয়ারার গোলে। খেলার একেবারে দলের তৃতীয় গোল করেন নুনো মেন্ডেস।