আজকাল ওয়েবডেস্ক: ভারত-বাংলাদেশ ক্রিকেট মানেই আবেগের ফুটন্ত কড়াই। ফাইনাল হলে তো কথাই নেই। এশিয়া কাপ ফাইনালে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ১৯৮ রান। জবাবে রান তাড়া করতে নেমে ভারতের অনূর্ধ্ব ১৯ দল থেমে যায় ১৩৯ রানে। বাংলাদেশ ৫৯ রানে জিতে নেয় অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। দিনটা ভারতীয় ক্রিকেটের জন্য নয়। রোহিত, হরমনপ্রীতদের পরে ভারতের অনূর্ধ্ব ১৯ দলও হার মানল ক্রিকেট মাঠে।
গত বছর সংযুক্ত আরব আমিরশাহিকে হারিয়েছিল বাংলাদেশ। আজ ভারতকে হারিয়ে দ্বিতীয়বার এশিয়া কাপের তাজ মাথায় পড়ল বাংলার বাঘেরা।
বাংলাদেশের ১৯৮ রান ভারতের জন্য পাবাড় হয়ে দেখা দেয়। ভারত ৩৫.২ ওভারেই শেষ হয়ে যায়। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন রিজান হোসেন (৪৭)। তাছাড়াও শিহাব জেমস (৪০) ও ফরিদ হাসান (৩৯) উল্লেখযোগ্য রান করেন।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে ভারত। বৈভব সূর্যবংশী আইপিএলের নিলামে কোটিপতি হয়ে তাক লাগিয়ে দিয়ছিলেন। এদিন বৈভব (৯) ব্যর্থ হন। সেভাবে কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। নিয়মিত ব্যবধানে উইকেট হারাল ভারত। ১৩৯ রানে শেষ হয়ে গেল যাবতীয় প্রতিরোধ। বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন ও আজিজুল হাকিম তিনটি করে উইকেট নেন।
