আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের তারকা পেস বোলার মুস্তাফিজুর রহমানকে নিয়ে যাবতীয় বিতর্কের মধ্যেই ২০২৬ সালের পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে।

দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সইফ হাসানকে। চমকপ্রদভাবে ঘোষিত দলে জায়গা পাননি প্রাক্তন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

উল্লেখযোগ্যভাবে, গত ডিসেম্বর মাসে বাংলাদেশ প্রিমিয়ার লিগে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে সিলেট টাইটান্সের বিরুদ্ধে শতরান করেছিলেন শান্ত। কিন্তু তারপরেও নির্বাচকদের আস্থার বাইরে রয়ে গেলেন তিনি।

অন্যদিকে, আইপিএলকে কেন্দ্র করে বিতর্কের কেন্দ্রে রয়েছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল শুরুর আগে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশের পর।

মিনি অকশনে ৯.২০ কোটি টাকায় কেকেআর বাংলাদেশের পেসারকে দলে নিলেও, পরবর্তীতে তার ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তার অবসান ঘটে এই সিদ্ধান্তে।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া নিশ্চিত করেন বোর্ড আনুষ্ঠানিকভাবে কেকেআরকে মুস্তাফিজের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেছিল এবং পরিবর্ত হিসেবে অন্য খেলোয়াড় নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে।

নিজের মুক্তি প্রসঙ্গে মুস্তাফিজ জানান, এই সিদ্ধান্তের ওপর তার কোনও নিয়ন্ত্রণ ছিল না। তাঁকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা নাইট রাইডার্সের তরফে।

এই ইস্যুকে ঘিরে মাঠের বাইরেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের জন্য বিসিবিকে উদ্যোগ নিতে নির্দেশ দেয়।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে শ্রীলঙ্কাকে বিকল্প আয়োজক হিসেবে প্রস্তাব দেবে।

পাশাপাশি তিনি সতর্ক করেন, প্রয়োজনে বাংলাদেশে আইপিএলের সম্প্রচার স্থগিত করা হতে পারে। বাংলাদেশের বিশ্বকাপের দলে পাঁচজন পেসারের একজন মুস্তাফিজুর রহমান।

তার সঙ্গে রয়েছেন মহম্মদ সইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। শুক্রবার টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৪০০ উইকেট নেওয়া ফাস্ট বোলার হিসেবে ইতিহাস গড়েছেন মুস্তাফিজ।

মাত্র ৩১৫তম ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অভিযান শুরু হবে ৭ ফেব্রুয়ারি, কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের সঙ্গে রয়েছে ইতালি, নেপাল, ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ দল:

লিটন দাস (অধিনায়ক), সইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, শামিম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মহম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম।