আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের বিশ্বকাপ ভাগ্য এখনও ঝুলে। আদৌ ওপার বাংলার দল আসন্ন টি-২০ বিশ্বকাপে অংশ নেবে কিনা সেই নিয়ে ধোঁয়াশা অব্যাহত। এখনও আইসিসি ভেন্যু বদল নিয়ে সিদ্ধান্ত নেয়নি। তারই মধ্যে বিশ্বকাপ নিয়ে মুখ খুললেন বাংলাদেশের অধিনায়ক। এই বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি। জানান, এই বিষয়ে তাঁর কোনও মন্তব্য করা উচিত নয়। মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচের পর লিটন দাসকে এই নিয়ে প্রশ্ন করা হয়। বিপিএলের উইকেট বিশ্বকাপের আগে তাঁদের সাহায্য করবে কিনা প্রশ্ন উঠতেই, অনিশ্চয়তার কথা তুলে ধরেন বাংলাদেশের অধিনায়ক। জানান, তাঁরা আদৌ বিশ্বকাপ খেলবে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। 

লিটন বলেন, 'আপনারা কি নিশ্চিত আমরা বিশ্বকাপ খেলব? আমার দিক থেকে অনিশ্চয়তা রয়েছে। সবাই অনিশ্চিত। আমার মনে হয়, এই মুহূর্তে গোটা বাংলাদেশ অনিশ্চিত। আমি বুঝতে পারছি আপনার কী জানতে চাইছেন। এর উত্তর দেওয়া আমার জন্য নিরাপদ নয়। তাই জবাব দেব না।' এর আগে বাংলাদেশ সরকারের স্পোর্টস উপদেষ্টা আসিফ নজরুল জানিয়ে দেন, কোনওভাবেই বাংলাদেশ দল ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে যাবে না। ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়ে দিয়েছে আইসিসি। বিসিবি যদি নিজেদের অবস্থানে অনড় থাকে, সেক্ষেত্রে বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে সুযোগ পাবে স্কটল্যান্ড। 

আসিফ নজরুল বলেন, 'আমি জানি না স্কটল্যান্ড আমাদের জায়গায় খেলবে কিনা। আইসিসি যদি বিসিসিআইয়ের চাপে মাথা নত করে অযুক্তিক কারণ দেখিয়ে আমাদের ওপর পাল্টা চাপ সৃষ্টি করে, সেটা মেনে নেওয়া হবে না। অতীতে পাকিস্তানও ভারতে খেলতে না যাওয়ার কথা বলেছে। সেই অনুযায়ী আইসিসি ভেন্যু বদল করে। আমরাও ভেন্যু বদলের দাবি করেছি। তার যথাযথ কারণ আছে। আমাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে ভারতে খেলানো যাবে না।' টি-২০ বিশ্বকাপ শুরু হতে দু'সপ্তাহও বাকি নেই। কিন্তু বাংলাদেশের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা অব্যাহত। প্রসঙ্গত, বিসিসিআইয়ের চাপে মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দেওয়ার পরই ঝামেলার সূত্রপাত। বিসিবির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, টি-২০ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। ভেন্যু বদলের আবেদন করা হয়। কলকাতার ইডেন গার্ডেনে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা। কিন্তু শেষপর্যন্ত কী হবে সেটা জানতে আরও ২৪ ঘণ্টার অপেক্ষা