আজকাল ওয়েবডেস্ক: পরের মাসেই সাদা বলে সিরিজ খেলার জন্য বাংলাদেশে যাওয়ার কথা ছিল ভারতের। রোহিত শর্মার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া কি শেষমেশ যাবে?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম এই বিষয়ে মুখ খুললেন। জানালেন, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সরকারের সবুজ সঙ্কেতের অপেক্ষায় রয়েছে। 

চলতি বছর বাংলাদেশের মাটিতে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ভারতের। ওয়ানডে সিরিজে দেখা যাবে কোহলি ও রোহিত শর্মার বিক্রম। কিন্তু বাংলাদেশের অস্থিরতার জন্য সেই সফর নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিসিবি প্রেসিডেন্ট আশা করছেন সূচি অনুযায়ী হবে সিরিজ। বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ''বিসিসিআি-এর সঙ্গে আমাদের ইতিবাচক কথাবার্তা হয়েছে।

আগস্ট বা সেপ্টেম্বরে এই সিরিজ আয়োজন করা নিয়েই নয়, এই সিরিজ কীভাবে পরিচালনা করা যায়, তা নিয়েও আলোচনা হয়েছে। যদি এবার করা সম্ভব না হয়, তাহলে অন্য কোনও সময়ে এই সিরিজ আমরা করতেই পারি। সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বিসিসিআই।''