আজকাল ওয়েবডেস্ক: মুলতানে ইংল্যান্ডের কাছে ইনিংসে পরাজয়। দ্বিতীয় টেস্টের দলে রদবদল করতে চলেছে পাকিস্তান। কোপ পড়তে চলেছে বাবর আজমের উপর।
মুলতানে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক রেকর্ড গড়েছে ইংল্যান্ড। নতুন অধিনায়ক শান মাসুদ প্রথম ৬ ম্যাচের সবক'টি ম্যাচেই হেরেছেন। কিন্তু দলের নির্বাচক আর পিসিবির নিয়োগ করা ৫ মেন্টরের সুপারিশ অনুযায়ী, ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে নেই বাবর আজম। অবশ্য বাবর আজমকে দলে না নেওয়ার পিছনে কারণও রয়েছে।
লাল বলের ফরম্যাটে বাবর আজম কেবল ব্যর্থই হয়েছেন গত দু' বছরে। ২০২২ সালের ডিসেম্বর থেকে টেস্টে হাফ সেঞ্চুরিই নেই। তাঁর ব্যাটিং পারফরম্যান্স পড়তির দিকে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাটা উইকেটেও দু' ইনিংস মিলিয়ে ৩৫ রান করেন।
২০২৩ সাল থেকে ন'টি টেস্টে বাবরের গড় ২১-এরও কম। জাতীয় দল থেকে ছিটকে যাওয়া বাবরকে কায়েদ-ই-আজম ট্রফিতে খেলতে দেখা যেতে পারে। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের পরে অধিনায়ক শান মাসুদ কিন্তু বাবর আজমকে পাকিস্তানের সেরা ব্যাটার বলে উল্লেখ করেছেন। কোচ জেসন জিলেসপিও পাক অধিনায়ককেই সমর্থন করেছেন। তবুও কোপটা পড়তে চলেছে বাবর আজমের উপরই।
