আজকাল ওয়েবডেস্ক: আবার পাকিস্তান ক্রিকেটে নতুন অশান্তি। একদিন আগেই সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজম। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই জানা গেল তার কারণ। জানা গিয়েছে, কোচ গ্যারি কার্স্টেন এবং সহকারী কোচ আজহার মাহমুদের সঙ্গে ঝামেলায় জড়ান বিদায়ী অধিনায়ক। এই দু'জনের বিরুদ্ধে সরাসরি পিসিবিতে অভিযোগ করেন বাবর। টি-২০ বিশ্বকাপের ব্যর্থতার কাটাছেঁড়া করতে কার্স্টেন এবং তাঁর কোচিং স্টাফের থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়েছিলেন বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি। সেখানেই নাকি তাঁর পুরো দায় বাবরের ওপর চাপানো হয়। তাতেই চটে গিয়েছেন তিনি। এর ফলেই দ্বিতীয়বার নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। 

পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, 'কার্স্টেন এবং আজহারের রিপোর্টে বাবর সন্তুষ্ট ছিল না। ওর মনে হয়েছে পুরো দায় ওর ওপর চাপানো হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে চলে এসেছে। তাতে আরও ক্ষেপে গিয়েছেন বাবর। সেই কারণেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। বোর্ডের চেয়ারম্যানকে পুরো বিষয়টা ও জানিয়েছে। একইসঙ্গে বোর্ডকে পদক্ষেপ নেওয়ার আর্জি জানায়।' কোচ এবং সহকারী কোচের পাশাপাশি বোর্ড কর্তাদের ওপরও ক্ষুব্ধ সদ্য প্রাক্তন হওয়া অধিনায়ক। বাবরের দাবি, মার্চে যখন দ্বিতীয়বার তাঁকে অধিনায়ক করা হয়, তখন শুধু টি-২০ ক্রিকেটের কথা বলা হয়েছিল। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নেতৃত্ব দেওয়া নিয়ে খোলসা করে কিছু বলা হয়নি। বাবরের নেতৃত্ব ছাড়ার একদিনের বেশি কেটে গেলেও এখনও নতুন অধিনায়কের নাম ঘোষণা করেনি পাকিস্তান। ধীরে চলো নীতিতে এগোতে চাইছে পিসিবি।