আজকাল ওয়েবডেস্ক:‌ রানে ফিরলেন বাবর আজম। তাও একেবারে করে ফেললেন বিশ্বরেকর্ড। 
প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে টি–টোয়েন্টি সিরিজে সমতা ফিরিয়েছে পাকিস্তান। সেই ম্যাচে রোহিত শর্মার বিশ্বরেকর্ড ভাঙলেন বাবর আজম। তিনিই এখন টি–টোয়েন্টির সর্বোচ্চ রানের মালিক। হিটম্যানের থেকে ২৮ ইনিংস কম খেলে এই কৃতিত্ব অর্জন করেছেন পাক ব্যাটার।


রোহিতের ৪,২৩১ রানের রেকর্ড ভাঙতে বাবরের প্রয়োজন ছিল ৯ রান। প্রোটিয়া স্পিনার ডোনোভান ফেরেইরার বলে লং অফে সিঙ্গেল নিয়ে টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ককে পিছনে ফেলেন পাক তারকা। লাহোরে তিনি ১১ রানে অপরাজিত থাকেন তিনি। 


বহুদিন পর টি–টোয়েন্টিতে সুযোগ পেয়েছেন বাবর। রাওয়ালপিণ্ডিতেও তাঁর সামনে রেকর্ড গড়ার সুযোগ ছিল। কিন্তু শূন্য রানে আউট হওয়ায় তা হাতছাড়া হয়। তবে শেষপর্যন্ত লাহোরে নজির গড়েন তিনি। ১৩০টি টি–টোয়েন্টির ১২৩ ইনিংসে বাবরের রান ৪,২৩৪। রয়েছে ৩৬টি হাফসেঞ্চুরি, তিনটি সেঞ্চুরি। স্ট্রাইক রেট ১২৯। যা নিয়ে প্রায়শই সমালোচিত হন তিনি।


এদিকে, রোহিত ১৫১ ইনিংসে করেছেন ৪,২৩১ রান। তালিকায় তৃতীয় স্থানে বিরাট কোহলি। ১১৭ ইনিংসে ৪১৮৮ রান করেছেন বিরাট। তালিকায় চতুর্থ জস বাটলার। ১৩২ ইনিংসে তাঁর রান ৩৮৬৯। তাছাড়াও ১৫০ ইনিংসে ৩৭১০ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় পঞ্চম স্থানে পল স্টার্লিং। ভবিষ্যতে বাবরকে ধরতে পারেন এই দুই তারকা। উল্লেখ্য, দ্বিতীয় টি–টোয়েন্টিতে প্রথমে ব্যাটিং করে পাক বোলারদের দাপটের সামনে মাত্র ১১০ রানে শেষ হয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। জবাবে ১৩.১ ওভারে জয়ের রান তুলে নেয় পাকিস্তান। ৩৮ বলে ৭১ রান করেন সাইম আয়ুব।