আজকাল ওয়েবডেস্ক: চার বছর আগে এই অ্যাডিলেডেই পিঙ্ক বল টেস্টে ভারতকে ৩৬ রানে আল আউট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। চার বছর পরে ব্যাট-বলের দ্বৈরথ সেই অ্যাডিলেডেই।

এবারও কি ২০২০ সালের পুনরাবৃত্তি ঘটবে? অস্ট্রেলিয়ার উইকেট কিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারে বলছেন, ৩৬ রানের লজ্জায় ভারতকে মুড়িয়ে দেওয়ার কোনও পরিকল্পনা তাঁদের নেই। পারথের লজ্জা থেকে মুক্তি পাওয়ার প্রবল চেষ্টা তাঁরা করবে বলেই জানিয়েছে।

অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট শুরু হচ্ছে ৬ ডিসেম্বর। ভারত এগিয়ে থেকেই এই টেস্ট ম্যাচে নামবে, এ কথা বলাই বাহুল্য। ভারতও প্রমাণ করার চেষ্টা করবে চার বছর আগের সেই ৩৬ রানে অল আউট হওয়া বিক্ষিপ্ত একটা ঘটনা। দ্বিতীয় ইনিংসে জশ হ্যাজলউড (৫/৮) ও প্যাট কামিন্স (৪/২১) ভারতের ব্যাটিং অর্ডারে ধস নামানোর আসল কারিগর।

ওরকম দুর্ধর্ষ বোলিং পারফরম্যান্সের কি পুনরাবৃত্তি ঘটাতে পারবেন অজি বোলাররা? চার বছর আগের দুরন্ত বোলিং পারফরম্যান্স আবার দেখা যাবে কিনা, সেই প্রসঙ্গে ক্যারে বলছেন, ''ক্রিকেট ইতিহাসের দুর্দান্ত সেই সব দিন। তবে অ্যাডিলেডে আমরা আগের রেকর্ডের পুনরাবৃত্তি ঘটাব বলে নামছি না। আমাদের একটা পরিকল্পনা রয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী খেলতে চাই আমরা। পিঙ্ক বল টেস্টের সেই ফলাফল আমাদের আত্মবিশ্বাস জোগাবে। তবে আমি মনে করি আমাদের খেলার পদ্ধতি, এবং এই গ্রুপের যে অভিজ্ঞতা তাতে পারথের ভরাডুবি থেকে ঘুরে দাঁড়াতে পারবে।''