আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিধ্বংসী ব্যাটার ট্রাভিস হেড ভারতের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের একদিনের সিরিজে বিরাট কোহলির মুখোমুখি হওয়ার আগে নিজের মানসিক প্রস্তুতি নিয়ে মুখ খুললেন। হেড জানিয়েছেন, কোহলির মতো প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যাট করার সময় তিনি নিজেকে যতটা সম্ভব ‘শান্ত ও স্বচ্ছন্দ’ রাখার চেষ্টা করেন তিনি।

স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে হেড বলেন, ‘আমি সাধারণত যেটাতে বিরক্ত হই, সেটাই আমাকে প্রভাবিত করে। অনেকেই বলবে, বিরাট এমন একজন খেলোয়াড় যিনি সবসময় রান করেন, সবসময় খেলায় উপস্থিত থাকেন। তাঁর আগ্রাসী মনোভাব মাঠে একটা আলাদা চাপ তৈরি করে’। 

তিনি আরও জানান, ‘আমি চেষ্টা করি স্বাভাবিক থাকতে। বিরাটকে সবসময়ই খেলার মধ্যে দেখা যায় ফিল্ডিংয়ের সময়েও। সেটা স্লিপে দাঁড়িয়ে কথা বলা কিংবা মাঝেমাঝে হাঁটাহাঁটি করা। আসলে এটা মজার প্রতিদ্বন্দ্বিতা, আর আমি চাই ইনিংসে যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করতে, যাতে বিরাটের উপস্থিতিতে একটু বিরক্ত হতে পারি। আমরা অনেকবার একে অপরের বিপক্ষে খেলেছি, সবসময়ই দারুণ লড়াই হয়েছে।’

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে তিন ম্যাচের ওডিআই সিরিজ শুরু হবে আগামী ১৯ অক্টোবর। এটি হবে বিরাট কোহলির আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর প্রথম আন্তর্জাতিক সিরিজ। এই সিরিজে একাধিক রেকর্ড ভাঙার সামনে দাঁড়িয়ে আছেন ভারতীয় ব্যাটিং মহারথী কোহলি। এখনও পর্যন্ত তিনি ৩০২টি ওডিআই ম্যাচে করেছেন ১৪,১৮১ রান।

মাত্র ৫৪ রান করলেই তিনি শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সঙ্গাকারাকে ছাড়িয়ে যাবেন এবং একদিনের ক্রিকেটে শচীন তেন্ডুলকরের (১৮,৪২৬ রান) পর দ্বিতীয় সর্বাধিক রান সংগ্রাহক হবেন। এছাড়া, সফল রানচেজে তিনি এখন পর্যন্ত ৫,৯৯৮ রান করেছেন।

আর মাত্র ২ রান করলেই একদিনের ক্রিকেটে সফল রানচেজে ৬,০০০ রানের মালিক হিসেবে এককভাবে নাম লিখবেন ইতিহাসে। বিদেশের মাটিতে আরও একটি সেঞ্চুরি করলেই তিনি হবেন বিশ্বের প্রথম ব্যাটার, যার আন্তর্জাতিক ক্রিকেটে ৩০টি বিদেশি শতরান থাকবে।

সব ফরম্যাট মিলিয়ে কোহলির মোট রান ২৭,৫৯৯। তিনি যদি আরও ৪১৭ রান করতে পারেন, তাহলে কুমার সঙ্গাকারাকে (২৮,০১৬ রান) পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন। তাঁর সামনে থাকবেন শুধুমাত্র শচীন তেন্ডুলকর।