আজকাল ওয়েবডেস্ক: সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনার মুখে মিচেল মার্শ। নেটমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে বিশ্বকাপ ট্রফির ওপর পা তুলে বসে থাকতে দেখা যাচ্ছে মার্শকে। অস্ট্রেলিয়ার জার্সিতে একটি সোফায় বসে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। গলায় মেডেল। হাতে বিয়ারের বোতল। সেটা দেখেই প্রচণ্ড চটে যায় নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় তাঁকে আক্রমণ করেন ভক্তরা। বিশ্বকাপ ট্রফিকে শ্রদ্ধা না করার জন্য মার্শের মুন্ডুপাত করা হয় ইন্টারনেটে। ভারতকে হারিয়ে বিশ্বকাপ জেতার উচ্ছ্বাসে মাঝরাত পর্যন্ত পার্টি চলে অস্ট্রেলিয়ার টিম হোটেলে। মনে করা হচ্ছে, সেই পার্টিরই ছবি এটা। তবে মার্শের এই ঔদ্ধত্যর সমালোচনায় মুখর সমর্থকরা। প্রসঙ্গত, রবিবার ১ লক্ষ ৩০ হাজার ভারতীয় দর্শককে স্তব্ধ করে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। যে লক্ষ্যে নেমেছিল অজিরা, তাতে সফল। ম্যাচ শেষে সেই তৃপ্তির কথাও জানান প্যাট কামিন্স। বলেন, ট্রাভিস হেড ব্যাট করার সময় গ্যালারির স্তব্ধতা উপভোগ করেছেন তাঁরা।
