আজকাল ওয়েবডেস্ক:‌ চলতি অ্যাশেজে বার বার ডিআরএস বিতর্ক হয়েছে। বিশেষ করে ‘‌স্নিকোমিটার’‌ বিতর্ক। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (‌আইসিসি)‌ বিরুদ্ধে সুর চড়িয়েছেন অজি পেসার। 


প্রসঙ্গত, অ্যাশেজ সিরিজের তৃতীয় তথা অ্যাডিলেড টেস্টে স্নিকোমিটার নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সেই সূত্র ধরেই এবার আইসিসির বিরুদ্ধে সরব হলেন অস্ট্রেলিয়ার এই জোরে বোলার।


এটা ঘটনা ক্রিকেটে এখন ডিআরএসের গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। আম্পায়ারদের কোনও সিদ্ধান্ত নিয়ে দ্বিধা থাকলে ডিআরএস–র আবেদন জানান ক্রিকেটাররা। মাঠের আম্পায়াররাও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এখন আর ঝুঁকি নেন না। সামান্যতম দ্বিধা বা সংশয় থাকলেই পাঠিয়ে দেন তৃতীয় আম্পায়ারের কাছে। প্রযুক্তি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। নিখুঁত সিদ্ধান্তের স্বার্থেই কিন্তু এই প্রযুক্তির ব্যবহার। অথচ অ্যাডিলেড টেস্টে বিতর্কের কেন্দ্রে উঠে আসে ডিআরএস ব্যবস্থার অন্যতম প্রধান যন্ত্র স্নিকোমিটার। সমস্যায় পড়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া দু’দলই। তা নিয়েই মুখ খুলেছেন স্টার্ক। অ্যাডিলেড টেস্ট জেতার পর এক সাক্ষাৎকারে বিরক্ত স্টার্ক বলেছেন, ‘ক্রিকেটার, দর্শক, সম্প্রচারকারী। সকলের কাছেই কিন্তু বিষয়টা বিরক্তিকর হয়ে উঠেছে। এই প্রযুক্তি তো ব্যবহার করেন ম্যাচ অফিসিয়ালরা। তাহলে আইসিসি কেন খরচ দেবে না? কেন সব দেশে একই প্রযুক্তি ব্যবহার করা হয় না? আমার মনে হয়, সব ম্যাচে বা সিরিজে একই প্রযুক্তি ব্যবহার করলে জটিলতা কমবে।’


এটা ঘটনা, ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যবহার করে আরটিএস বা ‘রিয়েল টাইম স্নিকোমিটার’ প্রযুক্তি। অধিকাংশ টেস্ট খেলিয়ে দেশ ব্যবহার করে ‘আল্ট্রা এজ’ প্রযুক্তি। এই বিষয়টি নিয়েই আপত্তি রয়েছে স্টার্কের। তাঁর মতে, সব আন্তর্জাতিক ম্যাচে একই প্রযুক্তি ব্যবহার করা উচিত। এবং বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব নেওয়া উচিত আইসিসির। প্রযুক্তি ব্যবহারের খরচও ক্রিকেট বোর্ডগুলিকে দেওয়া উচিত বলে মত তাঁর। অ্যাডিলেড টেস্টে আরটিএস নিয়ে ক্ষুব্ধ অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সরকারি ভাবে অভিযোগ জানিয়েছে ম্যাচ রেফারিকে। এবার সরব হলেন স্টার্ক। আইসিসির ঘুম ভাঙবে?‌ 

এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ক্রমশ পিছিয়ে পড়ছে ভারত। এখনও অবধি ২০২৫–২০২৭ সার্কেলে ভারত খেলেছে ৯ টেস্টে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ ২–২ ড্র হয়েছিল। এরপর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ হারালেও দক্ষিণ আফ্রিকার কাছে ০–২ হারতে হয়েছে। আর এরপরেই পয়েন্ট তালিকায় পিছতে শুরু করেছেন শুভমান গিলরা।