আজকাল ওয়েবডেস্ক: বক্সিং ডে টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। ব্রিসবেন টেস্টের দল থেকে দুটো বদল হয়েছে। চোট পেয়ে ছিটকে যাওয়া জশ হ্যাজলেউডের জায়গায় দলে এসেছেন স্কট বোলান্ড। আর ওপেনার ন্যাথান ম্যাকসুইনির জায়গায় প্রথম একাদশে ঢুকবেন তরুণ স্যাম কনস্টাস।
সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট অভিষেক হচ্ছে কনস্টাসের। ২০১১ সালে জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল বর্তমান অজি অধিনায়ক প্যাট কামিন্সের। তিনিই এতদিন ছিলেন সর্বকনিষ্ঠ। সেই রেকর্ড ভেঙে দিলেন কনস্টাস। এদিকে যাবতীয় জল্পনা সরিয়ে ট্রাভিস হেড থাকবেন মেলবোর্ন টেস্টের প্রথম একাদশে।
সিরিজে এখনও অবধি সর্বোচ্চ রান হেডের। দুটি শতরান করে ফেলেছেন। গাব্বা টেস্টে হালকা চোট লেগেছিল হেডের। কিন্তু তিনি এখন সুস্থ।
কামিন্স জানিয়েছেন, ‘হেড ফিট আছে। তাই প্রথম একাদশে রয়েছে। কোনও চোট নেই। হয়ত ফিল্ডিংয়ের সময় একটু সমস্যা হতে পারে। সেটা বড় কিছু নয়।’
চলতি সিরিজে হেড করে ফেলেছেন ৪০৯ রান। গড় ৮১.৮০। কামিন্সের কথায়, ‘গত এক বছর ধরে হেড দুর্দান্ত ছন্দে আছে। বিপক্ষকে আক্রমণ করতে ওস্তাদ। ওর মতো ক্রিকেটারকে যে কোনও অধিনায়ক দলে চাইবে।’
