আজকাল ওয়েবডেস্ক: এডিলেড টেস্টের প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। পারথ টেস্টের দল থেকে একটিই পরিবর্তন হয়েছে। চোট পাওয়া জশ হ্যাজলেউডের জায়গায় প্রথম একাদশে খেলবেন ডানহাতি পেসার স্কট বোলান্ড। যিনি শেষ টেস্ট খেলেছিলেন ১৮ মাস আগে।
২০২৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাসেজে শেষ টেস্ট খেলেছিলেন বোলান্ড। তারপর ফের পিঙ্ক বল টেস্টে নামছেন বোলান্ড। এর আগে প্রধানমন্ত্রী একাদশের হয়ে ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন বোলান্ড। কিন্তু অতটা কার্যকর হতে পারেননি।
এদিকে অসি অধিনায়ক প্যাট কামিন্স জানিয়েছেন, এডিলেড টেস্টে প্রথম একাদশে থাকবেন অলরাউন্ডার মিচেল মার্শ। তাঁরও চোট ছিল। কিন্তু তিনি এখন পুরো সুস্থ বলে জানিয়েছেন কামিন্স। এডিলেড টেস্টে বল করতে মার্শের কোনও সমস্যা নেই বলে জানিয়েছেন কামিন্স।
বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে কামিন্স জানান, ‘বোলান্ডের মতো বোলারের প্রথম একাদশে থাকাটা সবসময়ই সুবিধাজনক।’ তবে ভারত এখনও প্রথম একাদশ ঘোষণা করেনি।
এডিলেড টেস্টে অস্ট্রেলিয়া দল এরকম: উসমান খোওয়াজা, ন্যাথান ম্যাকসোয়ানি, মার্নাস লাবুসেন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, স্কট বোলান্ড।
পারথে রান না পেলেও এডিলেডে পিঙ্ক বল টেস্টে সুযোগ দেওয়া হয়েছে ম্যাকসোয়ানিকে। আস্থা রাখা হয়েছে লাবুসেনের উপরেও।
এদিকে পারথ টেস্টে জয়ের পর ভারতের প্রথম একাদশেও হবে বদল। রোহিত ও গিল প্রথম একাদশে ফিরবেন। সেক্ষেত্রে বসতে হবে দেবদত্ত পাডিক্কাল ও ধ্রুব জুরেলকে।
