আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। আর সেই ঘোষণার প্রায় সঙ্গে সঙ্গেই অস্ট্রেলিয়া জাতীয় দলের সহকারী কোচও হয়ে গেলেন তিনি।

নভেম্বরে অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ শুরু হচ্ছে। যার জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আবার গ্যারি কার্স্টেন চাকরি ছাড়ায় জেসন জিলেসপির উপরে বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। সাদা বলের ফরম্যাটে পাকিস্তানের কোচ তিনিই।

ফলে ক্রিকেট অস্ট্রেলিয়া ওয়েডকে সহকারী কোচ করায় পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার ডাগ আউটে দেখা যাবে তাঁকে। ওয়েডের ক্রিকেট কেরিয়ার  ১৩ বছরের। টি-টোয়েন্টি বিশ্বকাপে শেষ বার তিনি খেলেছেন। মার্চে টেস্ট ফরম্যাট থেকেও অবসর ঘোষণা করেছেন তিনি। অস্ট্রেলিয়ার সহকারী কোচ হলেও ওয়েড কিন্তু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট চালিয়ে যাবেন। বিগ ব্যাশে খেলবেন। 

এদিকে অধিনায়কের নাম ঘোষণা না করলেও পাক সফরের জন্য অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল ঘোষণা করে ফেলেছে।  ১৩ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই টেস্ট দলের একজনও। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি স্কোয়াডে নতুন অধিনায়ক পাওয়া যাবে অজি দলে।  

পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে থাকবেন না অজি কোচরাও। সহকারী কোচ আন্দ্রে বোরোভেক হেড কোচের দায়িত্ব পালন করবেন।  তাঁর সহকারী হিসেবে থাকছেন ওয়েড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর প্রসঙ্গে ওয়েডকে বলতে শোনা গিয়েছে, ''টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই মনে হয়েছিল আমার আন্তর্জাতিক কেরিয়ার এখানেই শেষ। '' বেশ কয়েক বছর ধরে কোচিংয়ের চিন্তাভাবনাও তাঁর মাথায় ঘোরাফেরা করছিল বলেই জানিয়েছেন ওয়েড।