আজকাল ওয়েবডেস্ক: আইপিএল অভিষেকেই রেকর্ড বুকে নাম তুলে ফেলেছেন অশ্বিনী কুমার। মুম্বই ইন্ডিয়ান্সের ২৩ বছরের বাঁহাতি পেসার অভিষেকেই চার উইকেট নিয়েছেন। পাঞ্জাবের ঝাঞ্জেরির বাসিন্দা প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএল অভিষেকে চার উইকেট নিয়ে রেকর্ড গড়ে ফেলেছেন। এই কৃতিত্ব আর কোনও ভারতীয় বোলারের নেই।
তবে অভিষেকে সেরা বোলিং আছে অ্যান্ড্রু টাইয়ের। এই অজি পেসার নিয়েছিলেন পাঁচ উইকেট। আর আলজারি জোসেফ পেয়েছিলেন ৬ উইকেট। ক্যারিবিয়ান পেসারের রেকর্ডই এখনও অবধি সেরা। অশ্বিনী ছাড়া অভিষেকে চার উইকেট নেওয়ার কৃতিত্ব আছে শোয়েব আখতার, কেভিন কুপার ও ডেভিড উইসের।
এখনও অবধি মাত্র চারটি লিস্ট এ ম্যাচ খেলেছেন অশ্বিনী। আর দুটো রঞ্জি ম্যাচ। তারপরেই একেবারে আইপিএলে। মুম্বই এবার মেগা নিলামে ৩০ লক্ষ টাকায় কিনেছিল এই পেসারকে। কেউ ভাবতেও পারেননি অভিষেক ম্যাচেই তিনি কেকেআর অধিনায়ক রাহানে, রিঙ্কু সিং, মণীশ পাণ্ডে ও আন্দ্রে রাসেলকে আউট করে দেন। তার মধ্যে দু’জনকে বোল্ড করেছেন অশ্বিনী।
অভিষেক ম্যাচেই ম্যাচ সেরা ক্রিকেটারের পুরস্কার পেয়েছেন অশ্বিনী।
