আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এই টুর্নামেন্ট মানেই এশিয়ার মধ্যে ক্রিকেট খেলিয়ে দেশগুলির প্রতিদ্বন্দ্বিতা, আবেগ আর ক্রিকেটীয় মর্যাদার লড়াই। এবারের আসরে শিরোপা ধরে রাখতে নামছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত, লক্ষ্য নবম খেতাব জেতা। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে আয়োজক সংযুক্ত আমিরশাহির বিরুদ্ধে ম্যাচ দিয়ে ভারতের এশিয়া কাপ অভিযানের সূচনা হবে। তার একদিন আগে, ৯ সেপ্টেম্বর আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে আফগানিস্তান ও হংকং। ২০২৫ সালে কোহলি-রোহিতের যুগ পেরিয়ে এক নতুন তরুণ দল নিয়ে এশিয়া কাপে নামছে ভারতীয় ক্রিকেট। দলকে নেতৃত্ব দিচ্ছেন নির্ভীক সূর্যকুমার যাদব। ওপেনিংয়ে আছেন ধারাবাহিক শুভমান গিল।

বুমরার গতি আর কুলদীপ যাদবের ঘূর্ণি স্পিন ভারতকে দিয়েছে অভিজ্ঞতা ও তারুণ্যের সঠিক মিশেল। ফলে শিরোপার দৌড়ে ভারত অন্যতম ফেভারিট। তবে সবচেয়ে নজরকাড়া লড়াই ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত বনাম পাকিস্তান। দুই দলই সুপার ফোরে পৌঁছাবে বলে ধরে নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে টুর্নামেন্টে আরও একবার দেখা মিলতে পারে চিরপ্রতিদ্বন্দ্বীদের। গ্রুপ পর্বে ভারত আরও খেলবে ওমানের বিরুদ্ধে, যারা চমক দেখাতে মুখিয়ে রয়েছে। গ্রুপ বি-ও সমান জমজমাট। শ্রীলঙ্কা বনাম বাংলাদেশে প্রতিশোধের লড়াই, আফগানিস্তানের আগুনে ব্যাটিং বনাম হংকংয়ের নির্ভীক মনোভাব—সব মিলিয়ে অনিশ্চয়তায় ভরা। এশিয়া কাপ একদিকে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ আবার অন্যদিকে নতুন প্রজন্মের উত্থানের মঞ্চ।

ভারতের জন্য এই আসর হতে পারে সেই জায়গা, যেখানে আগামী প্রজন্ম নিজেদের নতুন যুগের সূচনা ঘোষণা করবে। এশিয়া কাপ সরাসরি সম্প্রচার করবে সোনি টেন স্পোর্টস। অনলাইনে ম্যাচ দেখা যাবে সোনি লিভের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে। এবারের এশিয়া কাপের গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমান রয়েছে গ্রুপ এ–তে। অন্যদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং রয়েছে গ্রুপ বি–তে। টুর্নামেন্টের আসর বসছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। এশিয়া কাপে ধারাভাষ্যকারদের নাম প্রকাশ্যে এসেছে। সুনীল গাভাসকার, রবি শাস্ত্রী–সহ ভারতের বেশ কয়েক জন প্রাক্তন ক্রিকেটারকে দেখা যাবে ধারাভাষ্যকার হিসাবে। থাকবেন ভারতীয় দলের প্রাক্তন দুই সহকারী কোচ ভরত অরুণ এবং অভিষেক নায়ারও।

এটা ঘটনা, আন্তর্জাতিক ক্রিকেটে ধারাভাষ্যকার হিসাবে নিয়মিত দেখা যায় সুনীল গাভাসকার এবং রবি শাস্ত্রীকে। এ বারের এশিয়া কাপে এমন কয়েক জনকে দেখা যাবে, যাঁরা নিয়মিত খেলার ধারাভাষ্য করেন না। এশিয়া কাপে ইংরেজি ভাষায় ধারাভাষ্যকার হিসাবে গাভাসকার, শাস্ত্রী ছাড়াও থাকছেন সঞ্জয় মঞ্জরেকার, রবীন উথাপ্পা, ওয়াসিম আক্রাম, ওয়াকার ইউনিস, বাজিদ খান, রাসেল আর্নল্ড এবং সাইমন ডুল। হিন্দি ধারাভাষ্যকার হিসাবে থাকবেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং কোচ নায়ার, বীরেন্দ্র শেহবাগ, ইরফান পাঠান, অজয় জাদেজা এবং সাবা করিম। তামিল ধারাভাষ্যকার হিসাবে থাকছেন ভারতীয় দলের প্রাক্তন বোলিং কোচ ভরত অরুণ, ডব্লিউভি রমন, বেঙ্কটপতি রাজু এবং বেনুগোপাল রাও। সোমবার এশিয়া কাপের ধারাভাষ্যকারদের নাম প্রকাশ করেছেন প্রতিযোগিতার সম্প্রচারকারী চ্যানেলের কর্তৃপক্ষ।