আজকাল ওয়েবডেস্ক: দল ভাঙছে মোহনবাগানের। গতবারের আইএসএলের লিগ-শিল্ড জয়ী সবুজ-মেরুন। গতবারের আইএসএল খেতাব জয়ীও মোহনবাগান। দ্বিমুকুট জেতা দলের গুরুত্বপূর্ণ সদস্য আশিক কুরুনিয়ান। সেই আশিক ফিরে গেলেন পুরনো ক্লাবে। ২০২২ সালে বেঙ্গালুরু থেকে মোহনবাগানে এসেছিলেন আশিক। এবার সেখানেই ফিরে গেলেন তারকা ফুটবলার। সূত্রের খবর এমনটাই।
আশিকের পায়ের কাজে মুগ্ধ দেশ। বহু ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে তিনি খেলার রং বদলে দিয়েছেন। জিতিয়েছেন মোহনবাগানকে। ম্যাচ সেরার পুরস্কারও দখল করে নিয়েছেন। সেই আশিকের নতুন ঠিকানা এবার বেঙ্গালুরু এফসি। দীর্ঘমেয়াদি চুক্তিতে আশিক ফিরে যাচ্ছেন তাঁর পুরনো ক্লাবেই। ফ্রি প্লেয়ার ছিলেন আশিক। একাধিক ক্লাব তাঁকে দলে নিতে চেয়েছিল। কিন্তু আশিক শেষ মেশ বেছে নিলেন বেঙ্গালুরুকেই। এই ক্লাব যে তাঁর হাতের তালুর মতো চেনা।
বল পায়ে উইংয়ে তিনি ঝড় তুলতেন। বল শিল্ড করে তাঁর দৌড় নজরকাড়ার মতো। এহেন আশিক মোহনবাগানকে সাফল্য দিয়ে ছাড়ছেন কলকাতা।

ক্লাবের জার্সিতে দারুণ সফল আশিক। কিন্তু দেশের জার্সিতে সেই তুলনায় তাঁর সাফল্য কম। এএফসি এশিয়ান কাপের যোগ্যতা পর্বে হংকংয়ের বিরুদ্ধে তাঁকে স্ট্রাইকার পজিশনে খেলিয়েছিলেন জাতীয় দলের কোচ মানোলো মার্কেজ। প্রথমার্ধে গোল করার দারুণ সুযোগ পেয়েছিলেন আশিক। কিন্তু হংকং গোলকিপারকে সামনে পেয়েও আশিক গোল করতে পারেননি। দ্বিতীয়ার্ধেও তিনি গোল করার মতো জায়গায় বল পেয়ে বাইরে মারেন।
আশিক ফিরে যাচ্ছেন বেঙ্গালুরুতে। তাঁর অভাব অনুভূত হবে সবুজ-মেরুনে। আশিকের শূন্যস্থান হোসে মোলিনা কীভাবে পূরণ করেন সেটাই দেখার।
