আজকাল ওয়েবডেস্ক:‌ অ্যাশেজে পর্যুদস্ত ইংল্যান্ড। অস্ট্রেলিয়া ৪–১ ব্যবধানে অ্যাশেজ জিতে নিয়েছে। এরপরেই ইংল্যান্ড টিম ম্যানেজমেন্টকে তুলোধনা করেছেন প্রাক্তন ইংরেজ ব্যাটার জিওফ্রে বয়কট। তাঁর নিশানায় দলের কোচ ব্রেন্ডন ম্যাকালাম, অধিনায়ক বেন স্টোকস ও ম্যানেজিং ডিরেক্টর রব কি। বয়কট মনে করেন, এই নেতৃত্বকে না সরালে এরকমই ব্যর্থতা চলতে থাকবে। তাঁর অভিযোগ, ইংরেজ ক্রিকেট ভক্তদের সঙ্গে প্রতারণা করেছেন এরা।


নিজের কলামে বয়কট বলেছেন, এই তিনজনই বারবার ক্রিকেট ভক্তদের সামনে দাবি করে এসেছে, অ্যাশেজের জন্য দুর্দান্ত প্রস্তুতি চলছে। ক্রিকেটারদের বলা হয়েছে, মুক্তমনে খেলো। ব্যর্থ হলেও জবাবদিহি চাওয়া হয় না।


বয়কটের কথায়, ‘‌এই তিনজন হলেন ইংল্যান্ড ক্রিকেটের জ্ঞানী ব্যক্তি। ম্যাকালাম, স্টোকস ও রব কি বছরের পর বছর মিথ্যা বিক্রি করে এসেছেন। ম্যাকালাম ও কি জানিয়েছিল অ্যাশেজের জন্য সঠিক পরিকল্পনা তৈরি রয়েছে। আমরা সবাই তা দেখলাম। ইংল্যান্ড ১–৪ হারল।’‌ এরপরই বয়কটের সংযোজন, ‘‌ম্যাকালামের দর্শন হল ভয়ডরহীন ক্রিকেট। আউট হলে দোষ নেই। কারণ জানে কেউ জবাব চাইবে না। নিজের মতো কাজ করে যাও। এই হয়েছে অবস্থা।’‌


বয়কটের কথায়, ক্রিকেটারদের মধ্যে উন্নতির চেষ্টা নেই। কারণ কোচ ও অধিনায়ক তো ব্যর্থতা নিয়ে কিছুই বলেন না। তাঁর কথায়, ‘‌ইংল্যান্ডে প্রচুর প্রতিভা রয়েছে। কিন্তু ম্যাকালামের জন্য তা সঠিকভাবে ব্যবহার হচ্ছে না।’‌ বয়কট বলেছেন, ‘‌কোচ ও অধিনায়ক সন্তুষ্ট থাকলে পরিবর্তনের দরকার তো নেই। এই বাজবলে লোকে বিরক্ত হয়ে গিয়েছে।’‌


বয়কটের প্রশ্ন, প্রথম টেস্টের আগে ইংল্যান্ড কেন প্রস্তুতি ম্যাচ খেলল না?‌ বয়কট বলছেন, ‘‌অতিরিক্ত আত্মবিশ্বাসই এর জন্য দায়ী। ওই তিন জনকে না সরালে হবে না।’‌  

প্রসঙ্গত, সিডনি টেস্ট পাঁচ উইকেটে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। এখন প্রশ্ন, অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালামের চাকরি থাকবে কিনা। এটা ঘটনা, এবারের অ্যাশেজ মাত্র ১১ দিনেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে চতুর্থ টেস্ট জিতে সিরিজের ফল ৩–১ করেছিল ইংল্যান্ড। কিন্তু সিডনিতে সেই একই চিত্রনাট্য। 


সিডনিতে পঞ্চম দিন চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ১৬০ রানের। তারা ৫ উইকেট হারিয়ে জিতে যায়। ১২১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল অজিদের। তখন মনে হয়েছিল ইংল্যান্ড লড়াই করবে। কিন্তু অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরন গ্রিন অপরাজিত থেকে ষষ্ঠ উইকেটে ৪০ রান যোগ করে দলকে জেতান।