আজকাল ওয়েবডেস্ক:‌ সিডনি টেস্ট জিতে নিল অস্ট্রেলিয়া। পাঁচ উইকেটে। পাশাপাশি অ্যাশেজ সিরিজ জিতল ৪–১ ব্যবধানে। এখন প্রশ্ন, অ্যাশেজে ভরাডুবির পর ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালামের চাকরি থাকবে কিনা।


এটা ঘটনা, এবারের অ্যাশেজ মাত্র ১১ দিনেই জিতে নিয়েছিল অস্ট্রেলিয়া। মেলবোর্নে চতুর্থ টেস্ট জিতে সিরিজের ফল ৩–১ করেছিল ইংল্যান্ড। কিন্তু সিডনিতে সেই একই চিত্রনাট্য। 


সিডনিতে পঞ্চম দিন চতুর্থ ইনিংসে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য ছিল ১৬০ রানের। তারা ৫ উইকেট হারিয়ে জিতে যায়। ১২১ রানে ৫ উইকেট পড়ে গিয়েছিল অজিদের। তখন মনে হয়েছিল ইংল্যান্ড লড়াই করবে। কিন্তু অ্যালেক্স ক্যারি এবং ক্যামেরন গ্রিন অপরাজিত থেকে ষষ্ঠ উইকেটে ৪০ রান যোগ করে দলকে জেতান। 
ইংল্যান্ড ৮ উইকেটে ৩০২ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে। তাদের ইনিংস শেষ হয় ৩৪২ রানে। শতরান করে অপরাজিত থাকা জ্যাকব বেথেল ১৫৪ রান করে আউট হন। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক এবং বিউ ওয়েবস্টার ৩টি করে উইকেট নিয়েছেন। বোল্যান্ড নেন দুই উইকেট। 


রান তাড়া করতে নেমে ট্রাভিস হেড (২৯) এবং জেক ওয়েদারাল্ড ওপেনিং জুটিতে ৬২ রান তুলে ফেলেন। তখন মনে হয়েছিল অস্ট্রেলিয়া সহজেই জিতে যাবে। কিন্তু জস টং পর পর দুই ওপেনারকে ফিরিয়ে দেন। প্রথম ইনিংসে শতরান করা স্টিভ স্মিথ ১২ রান করে আউট হন। জীবনের শেষ টেস্ট ইনিংসে উসমান খোওয়াজা ৬ রান করেন। কিন্তু এর পর গ্রিন এবং ক্যারি দলকে জিতিয়ে দেন।


প্রথম ইনিংসে ১৬৬ বলে ১৬৩ রান করা হেড হয়েছেন ম্যাচের সেরা। আর ৩১ উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন মিচেল স্টার্ক।


সিডনি টেস্টে প্রথম ইনিংসে ৩৮৪ তুলেছিল ইংল্যান্ড। জবাবে অস্ট্রেলিয়া তোলে ৫৬৭। এরপর ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে তোলে ৩৪২। এরপর ১৬১/‌৫ তুলে সিডনিতে জয় তুলে নিল অজিরা। 

এদিকে, সূত্রের খবর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড অ্যাশেজের পরেই কোচের পদ থেকে ছেঁটে ফেলতে পারে ম্যাকালামকে। তাঁর দায়িত্ব নিয়ে বিস্তর কাঁটাছেড়া চলছে ইসিবিতে। তাই ম্যাকালামের চাকরি গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে সূত্রের খবর, আরও কিছুদিন হয়ত সময় দেওয়া হতে পারে ম্যাকালামকে। কারণ সামনেই রয়েছে টি–২০ বিশ্বকাপ।

এদিকে, সিডনিতেই শেষ টেস্ট খেলে ফেললেন অজি ব্যাটার উসমান খোয়াজা। ম্যাচ শেষে তাঁকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।