আজকাল ওয়েবডেস্ক: অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে যে খেলাটা হল সেটা ভারতে হলে এতক্ষণে হইহই পড়ে যেত। মেলবোর্নে বক্সিং-ডে টেস্টের প্রথম দিনে পড়ল ২০ উইকেট।

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে অল-আউট ১৫২ রানে, ইংল্যান্ড প্রথম ইনিংসে অল-আউট ১১০ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অজিরা দিনের শেষে বিনা উইকেটে ৪ রান।

তারা এগিয়ে রয়েছে ৪৬ রানে। ২০ উইকেটের প্রত্যেকটি নিয়েছেন পেস বোলাররা। অস্ট্রেলিয়ার হয়ে উইকেট নিয়েছেন মাইকেল নেসার, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড এবং ক্যামেরন গ্রিন।

কিন্তু প্রথমে বল করতে নেমে ইংল্যান্ডের হয়ে কার্যত ওয়ান ম্যান শো দেখালেন যশ টাং। ৪৫ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন তিনি। তাঁর স্পেলের হাইলাইট স্টিভ স্মিথের উইকেট।

ফ্যাব ফোরের অন্যতম সেরা ব্যাটার কিছু করতেই পারলেন না। ব্যাট আর প্যাডের মাঝ দিয়ে বোল্ড হলেন টাংয়ের বলে। ঘাস ভরা পিচে টসে জিতে বল করার জন্য দু’বার ভাবেননি স্টোকস।

শুরু থেকেই টাং ম্যাজিকের সাক্ষী রইল মেলবোর্ন। একাই অজিদের ধসিয়ে দিলেন তিনি। শুরুতেই বিপজ্জনক ট্র্যাভিস হেডকে ফেরান ব্রাইডন কার্স।

কিন্তু তখনও ইংল্যান্ডের বোলিং অতটা বিপজ্জনক লাগছিল না। প্রথম পরিবর্তনে যখন টাং এলেন তারপর থেকেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল অস্ট্রেলিয়া।

অন্য ওপেনার ওয়েদারেল্ডকে ফেরান টাং। একে একে ফেরেন লাবুশেন এবং স্মিথও। তারপর কেউই দাঁড়াতে পারেননি টাংয়ের সামনে। এদিন ইংল্যান্ডের হয়ে আরও এক রেকর্ড গড়লেন তিনি।

গত ২৭ বছরে তিনিই প্রথম ইংলিশ বোলার যিনি অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ উইকেট নিলেন। অস্ট্রেলিয়ার ১৫০ রানে পৌঁছতে মূল ভূমিকা পালন করেন উসমান খোয়াজা(২৯), অ্যালেক্স ক্যারি(২০), মাইকেল নেসার(৩৫)।

যশ টাং ছাড়া গাস অ্যাটকিনসন নেন দু’উইকেট, ব্রাইডন কার্স এবং বেন স্টোকস একটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে বেহাল অবস্থা হয় ইংল্যান্ডেরও।

মাইকেল নেসার একাই নেন চার উইকেট। হ্যারি ব্রুক(৪১), বেন স্টোকস(১৬) এবং গাস অ্যাটকিনসনের(২৮) রানের সৌজন্যে তারা কোনওমতে ইনিংস শেষ করে ১১০ রানে।

নেসারের চার উইকেট ছাড়া স্টার্ক নেন দুটি, বোল্যান্ড তিনটি এবং ক্যামেরন গ্রিন একটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ৪ রান। ক্রিজে রয়েছেন হেড এবং বোল্যান্ড।