আজকাল ওয়েবডেস্ক: ভারতের মহিলা দলের পেসার অরুন্ধতী রেড্ডিকে ভর্ৎসনা করা হল। 

রবিবার মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল ভারতের। নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হারের পরে ভারতের উপরে চাপ বাড়ছিল। পাকিস্তানের বিরুদ্ধে জিততে না পারলে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা ছিল। ভারতের মহিলারা অবশ্য পাকিস্তানকে হারিয়ে প্রথম জয় ছিনিয়ে নেয়। কিন্তু মন্থরগতিতে ব্যাটিং করায় ভারতের রান রেট ভাল হয়নি।

তার উপরে পাকিস্তানের নিদা দারকে আউট করে তাঁকে প্যাভিলিয়নে যাওয়ার অঙ্গভঙ্গি করেন। আর এটা করে অরুন্ধতী আইসিসি-র কোড অফ কন্ড্যাক্টের ২.৫ ধারা লঙ্ঘন করেছেন। তাঁকে ভর্ৎসনা করা ছাড়াও একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। পাকিস্তানের ইনিংসের ২০-তম ওভারের ঘটনা। পাক অলরাউন্ডার দারকে ফেরানোর পরে অরুন্ধতী তাঁকে প্যাভিলিয়নে ফেরার অঙ্গভঙ্গি করেন। পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে অরুন্ধতী ৪ ওভার হাত ঘুরিয়ে ৩টি উইকেট নেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে হরমনপ্রীতদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৯ তারিখ হবে সেই ম্যাচ। গ্রুপ এ-তে ভারত-পাকিস্তানের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা। গ্রুপে সবার উপরে কিউয়িরা। দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া। পাকিস্তান রয়েছে তিন নম্বরে। পাকিস্তানকে হারালেও ভারত রয়েছে চার নম্বরে। গ্রুপে সবার শেষে শ্রীলঙ্কা।