আজকাল ওয়েবডেস্ক: বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি ছিল ইডেনে। সেখানে দীর্ঘদিন পর দলের তারকা পেসার মহম্মদ শামির প্রত্যাবর্তনের আশা করেছিলেন সকলেই। কিন্তু সূর্যকুমার যাদব প্রথম একাদশ ঘোষণা করার পর সেখানে শামির নাম না থাকায় অবাক হয়েছিলেন। ক্রিকেটমহলে জল্পনা শুরু হয়, শামি হয়তো এখনও পুরোপুরি ফিট নন বা তিনি আবার চোট পেয়েছেন। তবে তরুণ পেসার অর্শদীপ সিং ভক্তদের আশ্বস্ত করেছেন শামির ফিটনেস নিয়ে চিন্তার কোনও কারণ নেই।

 

ম্যাচের পর শামির প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেন, ‘শামি ভাই যখন বল করছেন, মনে হচ্ছে যেন ২২ বছরের তরুণ শামিকে দেখতে পাচ্ছি’। অর্শদীপ আশ্বস্ত করেছেন, আগামী ২৫ জানুয়ারি চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে শামিকে মাঠে নামতে দেখা যেতে পারে। তিনি বলেন, ‘শামি ভাইয়ের সঙ্গে আমি কথা বলেছি। তিনি যখন বল করছেন, প্রতিটি ডেলিভারির সময় মনে হচ্ছিল, কী অসাধারণ বল! এরকম ডেলিভারি কেউ কীভাবে করতে পারে! আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। আবার সেই চেনা শামিকে দেখা যাবে ভারতের জার্সি গায়ে’। 

 

শামি ভারতের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর তিনি রোহিত শর্মার নেতৃত্বাধীন ওয়ানডে দলেও জায়গা পেয়েছেন তিনি। এক বছর পর দলে ফিরে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও দেখা যাবে তাঁকে। ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপের ফাইনালের পর শামি এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে খেলেননি। জসপ্রীত বুমরার অংশগ্রহণ নিয়ে এখনও অনিশ্চয়তা থাকায় শামির ফর্ম ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।