আজকাল ওয়েবডেস্ক: বর্ডার গাভাসকার ট্রফির প্রথম টেস্টের দ্বিতীয় দিনে অ্যাডভান্টেজ ভারত। প্রথম দিনে ১৫০ রানে অলআউট হওয়ার পর দুর্দান্ত বোলিং করে ম্যাচে ফেরে টিম ইন্ডিয়া। ১৫০ রান ডিফেন্ড করতে গিয়ে ১০৪ রানে অল আউট অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম বলেই আউট হন অজি কিপার অ্যালেক্স ক্যারি। কিছুক্ষণের মধ্যেই হর্ষিতের বলে ফিরে যান নাথান লায়নও। তবে টিম ইন্ডিয়াকে ভোগায় অস্ট্রেলিয়ার দশম উইকেটে স্টার্ক এবং হ্যাজলউডের পার্টনারশিপ। প্রাইম পেস বোলারদের একটানা ডিফেন্স করে যাচ্ছিলেন স্টার্ক।

 

 

বাধ্য হয়ে নীতীশ  কুমার রেড্ডি এমনকি ওয়াশিংটন সুন্দরকেও নিয়ে আসতে হয় অধিনায়ক জসপ্রীত বুমরাকে। শেষ উইকেটের পার্টনারশিপ ক্রমশ চাপ বাড়াচ্ছিল ভারতের। সেই সময় অস্বস্তির ছবি ধরা পড়ল গ্যালারিতেও। এদিন পারথে প্রথম সেশনে দেখা গেল বিরাট পত্নী অনুষ্কা শর্মা এবং টিম ইন্ডিয়ার ফার্স্ট লেডি সঞ্জনা গণেসানকে। দিনের শুরু থেকেই তাঁরা ভারতের খেলা দেখছিলেন। শুরুতেই দুই উইকেট পড়ে যাওয়ার পর উচ্ছ্বাসের ছবিও ধরা পড়ে তাঁদের মুখে। কিন্তু দশম উইকেটের পার্টনারশিপ যখন চাপ বাড়াচ্ছিল সেই সময়ে তাঁদের মুখেও অস্বস্তির ছবি দেখা যায়। 

 

 

অবশেষে হর্ষিত রানার বলে মিচেল স্টার্ক আউট হতেই হাততালি দিয়ে উল্লাস করতে দেখা যায় অনুষ্কা এবং সঞ্জনাকে। তাঁদের সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, প্রথম ইনিংসে ৪৬ রানে লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিং প্রদর্শন ভারতের। চা বিরতিতে কোনও উইকেট হারায়নি টিম ইন্ডিয়া। যশস্বী জয়সওয়াল এবং কেএলরাহুল ক্রিজে রয়েছেন। বিশেষজ্ঞ মহলের মতে, পারথের পিচ তুলনায় ব্যাটিং সহায়ক হয়েছে। ফলে, বড় রানের লক্ষ্যে এগোচ্ছে বুমরা ব্রিগেড।