আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেই নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে ল্যাজেগোবরে হতে হয়েছে আয়োজক দেশ পাকিস্তানকে। গোদের ওপর বিষফোঁড়ার মত এবার আইসিসির কড়া শাস্তির মুখে পড়তে হল পাকিস্তানকে। জানা গিয়েছে, স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করেছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাকিস্তান দল এক ওভার কম বল করেছে। ফলস্বরূপ, নিউজিল্যান্ডের ইনিংসের শেষ ওভারে পাকিস্তানকে অতিরিক্ত একজন ফিল্ডার ৩০-গজ বৃত্তের ভেতরে রাখতে হয়।
ম্যাচের আম্পায়ার রিচার্ড কেটেলব্রো এবং শরফুদ্দৌলা, থার্ড আম্পায়ার জোয়েল উইলসন এবং চতুর্থ আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এই অভিযোগ আনেন। জানা গিয়েছে, ক্রিকেটারদের ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়েছে। এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, ‘নির্ধারিত সময়সীমার মধ্যে এক ওভার কম বল করায় জরিমানা করা হয়েছে। আইসিসির আচরণবিধির আওতায় কোনও দল নির্ধারিত সময়ে ওভার সম্পন্ন করতে ব্যর্থ হলে ক্রিকেটারদের ম্যাচ ফি-এর পাঁচ শতাংশ জরিমানা করা হয়’।
উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই পাকিস্তানের ঘরের মাঠে নিউজিল্যান্ডের উইল ইয়ং এবং ল্যাথাম সেঞ্চুরি হাঁকালেন। জোড়া শতরানে কিউয়িরা রানের পাহাড়ে চেপে বসল। নির্ধারিত ৫০ ওভারের শেষে কিউয়িদের রান ৫ উইকেটে ৩২০। এই রান তাড়া করে জিততে হলে দ্রুততার সঙ্গে রান তুলতে হত। কিন্তু পাকিস্তান প্রথম ১০ ওভারেই করে ২২ রান। হারায় ২টি উইকেট। শেষমেশ ২৬০ রানে থেমে যায় পাকিস্তান। ৬০ রানে ম্যাচ জিতে শুরুটা দারুণ করল নিউজিল্যান্ড। পাকিস্তান গুটিয়ে যায় ২৬০ রানে। বাবর আজম, আঘা সলমন ও খুশদিল শাহ ছাড়া আর কেউই উল্লেখযোগ্য রান করতে পারেননি।
