আজকাল ওয়েবডেস্ক: আচমকাই লিও মেসির ভারত সফরে বড়সড় বদল। দিল্লিতে সফর শেষ করে সেখান থেকে আর্জেন্টিনার উদ্দেশ্য রওনা দেওয়া কথা ছিল মেসি, সুয়ারেজদের।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লি থেকে আর্জেন্টিনা না ফিরে গিয়ে গুজরাটের জামনগরে বনতারায় যাচ্ছেন মেসি। বনতারায় চিড়িয়াখানা রয়েছে অনন্ত অম্বানিদের।
সম্প্রতি এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রিলায়েন্স ফাউন্ডেশনের পরিচালনায় এই চিড়িয়াখানায় একাধিক বিরল প্রাণী রয়েছে।
তাঁদের খেয়াল রাখার পাশাপাশি সম্পূর্ণভাবে চিকিৎসারও ব্যবস্থা রয়েছে এখানে। অনন্ত অম্বানির নিমন্ত্রণ রক্ষা করে মেসির ফিরে যাওয়ার কথা রয়েছে দেশে। আর্জেন্টাইন তারকার ভারত সফরে বনতারাই হতে চলেছে শেষ গন্তব্য।
পিটিআই মারফত আরও জানা গিয়েছে, সফরের অংশ হিসেবে লিওনেল মেসি এদিন তাঁর ঘনিষ্ঠ বন্ধু লুই সুয়ারেজ, রড্রিগো ডি-পল এবং সঙ্গীসাথীদের সঙ্গে এক রাতের জন্য বনতারায় থাকবেন।
অন্যদিকে, এএনআই সূত্রের খবর অনুযায়ী, ফুটবলাররা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানির আতিথেয়তায় ওই কেন্দ্রে রাত্রিবাস করবেন।
অনন্ত আম্বানির পরিকল্পনায় গড়ে ওঠা বনতারা রিলায়েন্সের জামনগর রিফাইনারি কমপ্লেক্সের মধ্যে প্রায় ৩,০০০ একর এলাকা জুড়ে বিস্তৃত।
এটি বিশ্বের অন্যতম বৃহত্তম পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত। এই কেন্দ্রে বর্তমানে রয়েছে ২০০-এরও বেশি হাতি, ৩০০-র বেশি বৃহৎ বন্যপ্রাণী।
যার মধ্যে সিংহ, বাঘ, চিতাবাঘ ও জাগুয়ার রয়েছে। এছাড়াও রয়েছে শতাধিক হরিণ ও অ্যান্টিলোপ। সোমবার দিল্লিতে সফর ছিল মেসির।
সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট তুলে দেওয়া হল বিশ্ববন্দিত আর্জেন্টাইনের হাতে।
ভারত ও আমেরিকার ম্যাচের টিকিট আইসিসি চেয়ারম্যান জয় শাহ তুলে দিলেন মেসিকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের উন্মাদনা বাড়ানোর এর থেকে ভাল সুযোগ কি আর ছিল জয় শাহের হাতে? ক্রিকেটকে আরও ছড়িয়ে দেওয়ার এর থেকে ভাল মওকা কি ছিল?
মেসির মতো ব্র্যান্ডকে সামনে পেয়ে বিশ্বকাপ জ্বর গোটা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার সুযোগ হাতছাড়া করলেন না জয় শাহ। সেই সঙ্গে মেসি, দি' পল ও সুয়ারেজের হাতে ভারতের টি-টোয়েন্টি দলের নব্য জার্সি তুলে দেওয়া হল।
অরুণ জেটলি স্টেডিয়াম ছাড়ার আগে মেসি বলে গেলেন, ''সি ইউ সুন।'' তবে কি মেসিকে দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচে? তার উত্তর মিলবে কয়েক মাস পরেই।
উল্লেখ্য, এদিন বিকেলে থ্রি মাস্কেটিয়ার্স মেসি, দি পল ও সুয়ারেজ যখন অরুণ জেটলি স্টেডিয়ামে প্রবেশ করেন তখন খেলা চলছে মিনার্ভা পাঞ্জাবের যুব দল ও সেলিব্রিটি দলের।
মেসি উঠতি ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন, তাদের সঙ্গে পাস-পাস খেলেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সঙ্গে মাঠে আসেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ। মেসিরা তখন মঞ্চে দাঁড়িয়ে।
জয় শাহ মেসিকে ১০ নম্বর জার্সি, সুয়ারেজকে ৯ নম্বর ও দি পলকে ৭ নম্বর জার্সি উপহার দেওয়া হয়। জয় শাহ ভারত-আমেরিকা ম্যাচের টিকিট তুলে দিলেন মেসির হাতে।
সেই সঙ্গে দেশের বিখ্যাত ক্রিকেটারদের সই সম্বলিত স্পেশাল ব্যাট তুলে দেওয়া হয় আর্জেন্টাইন মহাতারকার হাতে। কলকাতা দিয়ে মেসির ভারত সফর শুরু হয়েছিল।
শেষটা হল দিল্লিতে। রাজধানীও মেতে ওঠে মেসি-ম্যানিয়ায়। তিনি শট মেরে বল গ্যালারিতে পাঠান। তাঁর দুই বন্ধুও হাসিমুখে বল গ্যালারিতে ফেলেন।
উঠতি ফুটবলার, কচিকাঁচাদের সঙ্গে মেসি সময় কাটান বেশ কিছুক্ষণ। তিনি যে উপভোগ করছেন মুহূর্ত, তা বোঝাই যাচ্ছিল। কলকাতায় মেসির দুই সতীর্থের নাম পর্যন্ত উচ্চারিত হয়নি।
মুম্বই-দিল্লিতে মেসির সঙ্গে সঙ্গে দুই সুপারস্টারেরও নাম শোনা গেল। মহিলা জাতীয় দলের প্রাক্তন গোলকিপার অদিতি চৌহান তাঁর জার্সিতে সই চাইলেন তিন তারকার।
তাঁরাও হাসিমুখে সই করে দেন। ভারতের প্রাক্তন তারকা ভাইচুং ভুটিয়ার সৌজন্য বিনিময় করেন বিশ্বফুটবলের তিন স্টারের সঙ্গে।
