আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মার অবসর নিয়ে জল্পনা তুঙ্গে। তবে প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকার মনে করছেন রোহিত নিজেই এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ঠিক যেমনটি নিয়েছিলেন শচীন তেন্ডুলকার। তবে মঞ্জরেকারের মতে, রোহিতের ক্ষেত্রে নির্বাচকদেরও কিছু বক্তব্য থাকতে পারে।
অস্ট্রেলিয়ায় ক্রমাগত ব্যর্থতার পর সিডনি টেস্ট থেকে সরে দাঁড়ান রোহিত। তারপর থেকেই হিটম্যানের অবসর নিয়ে জল্পনা ছড়িয়েছে। মঞ্জরেকারের কথায়, ‘শচীন তেন্ডুলকার নিজের কেরিয়ার নিয়ে সিদ্ধান্ত নিয়েছিলেন। রোহিতও তাই নেবে। এটাই ভারতীয় ক্রিকেট। অবসর ব্যক্তিগত সিদ্ধান্ত। কতদিন খেলবে পারবে বা দেশকে কতটা দিতে পারবে তার উপর সিদ্ধান্ত নির্ভর করবে। তাছাড়া নির্বাচকরাও আছেন। সিদ্ধান্ত নেওয়ার জন্য।’
প্রাক্তন ক্রিকেটার দীপ দাশগুপ্ত আবার মনে করেন, রোহিত ও বিরাটকে দলে জায়গা ধরে রাখতে হলে অবদান রাখতে হবে। তাঁর কথায়, ‘রোহিত ও বিরাটকে একসঙ্গে গুলিয় ফেললে হবে না। আলাদা করে মূল্যায়ন করতে হবে। আগে যেমন শচীন, দ্রাবিড়ের ক্ষেত্রে হত।’ তিনি আরও যোগ করেছেন, ‘রোহিতের জন্য আপাতত আগামী পাঁচ মাস সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএলে পারফরম্যান্স ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই টুর্নামেন্ট গুলিতে রোহিত কেমন পারফর্ম করে তার উপর অনেককিছু নির্ভর করছে। প্রথম শ্রেণির ক্রিকেটে রোহিতের ফর্ম, ফিটনেস, পারফরম্যান্স খুব গুরুত্বপূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচকরা নেবেন।
