আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় দলের পরবর্তী কোচের দাবিদার দু’জন। গৌতম গম্ভীর ও ডবলিউ ভি রমন। এই দু’জনের মধ্যেই একজনকে বেছে নেওয়া হবে। যিনি শ্রীলঙ্কা সিরিজ থেকে দায়িত্ব নেবেন। মাঝে জিম্বাবোয়ে সফরে কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ।
ক্রিকেট পরামর্শদাতা কমিটি গম্ভীর ও রমনকে সাক্ষাৎকারের পর বাছাই করেছে। এই দু’জনের মধ্যেই একজন সম্ভবত হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ। এদিকে, নতুন একজন নির্বাচকও বাছা হবে বলে জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। তিনি বলেছেন, ‘নতুন কোচ ও একজন নির্বাচক শীঘ্রই বাছা হবে। ক্রিকেট পরামর্শদাতা কমিটি দু’জনকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে। চূড়ান্ত নাম শীঘ্রই ঘোষণা করা হবে। জিম্বাবোয়ে সফরে দলের দায়িত্ব নিয়ে যাবে ভিভিএস লক্ষ্মণ। নতুন কোচ শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন।’ প্রসঙ্গত, ৬ জুলাই শুরু হবে ভারতের জিম্বাবোয়ে সফর। সেখানে ভারত পাঁচটি টি২০ ম্যাচ খেলবে। আর শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৭ জুলাই। ভারত খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ।
ক্রিকেট পরামর্শদাতা কমিটি গম্ভীর ও রমনকে সাক্ষাৎকারের পর বাছাই করেছে। এই দু’জনের মধ্যেই একজন সম্ভবত হবেন টিম ইন্ডিয়ার পরবর্তী কোচ। এদিকে, নতুন একজন নির্বাচকও বাছা হবে বলে জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ। তিনি বলেছেন, ‘নতুন কোচ ও একজন নির্বাচক শীঘ্রই বাছা হবে। ক্রিকেট পরামর্শদাতা কমিটি দু’জনকে প্রাথমিকভাবে বেছে নিয়েছে। চূড়ান্ত নাম শীঘ্রই ঘোষণা করা হবে। জিম্বাবোয়ে সফরে দলের দায়িত্ব নিয়ে যাবে ভিভিএস লক্ষ্মণ। নতুন কোচ শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন।’ প্রসঙ্গত, ৬ জুলাই শুরু হবে ভারতের জিম্বাবোয়ে সফর। সেখানে ভারত পাঁচটি টি২০ ম্যাচ খেলবে। আর শ্রীলঙ্কা সফর শুরু হবে ২৭ জুলাই। ভারত খেলবে তিনটি ওয়ানডে ও তিনটি টি২০ ম্যাচ।
