আজকাল ওয়েবডেস্ক:‌ ২৭ কোটির প্লেয়ার। কিন্তু আইপিএলের প্রথম ম্যাচে ডাহা ফেল। রানের খাতা খুলতেই পারেননি। দলও হেরে গিয়েছে। কিন্তু ঋষভ পন্থকে এখনই খরচের খাতায় ফেলতে রাজি নন সুনীল গাভাসকার। সানির কথায়, ভুল থেকে শিখবে পন্থ। সানি বলেছেন, ‘‌ঋষভ বুদ্ধিমান ক্রিকেটার। অধিনায়ক যখন রান পায় তখন কোনও কথা হয় না। রান না পেলেই পারফরম্যান্স এমনকী অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তখন ভেবে দেখতে হবে কোন কোন জায়গায় উন্নতি দরকার।’‌

 সানির বক্তব্য, সবে তো একটা ম্যাচ হল। এখনই গেল গেল রব তোলার কিছু নেই। সানির কথায়, ‘‌এই বিষয়টা ঋষভও বোঝে। খেলা শেষেও পন্থ এটা বলেছে। এই ভুল থেকে শিক্ষা নিয়েই ঘুড়ে দাঁড়াবে। কিন্তু যখন ব্যাটে রান নেই। তখন এই ধরনের প্রশ্ন উঠতে বাধ্য। তবে একটা ম্যাচ সবে হয়েছে। এখনও ১৩ ম্যাচ বাকি। পন্থ বুদ্ধিমান ক্রিকেটার। ব্যাটিং ও অধিনায়কত্বকে ঠিক একটা উচ্চতায় নিয়ে যাবে। আর আমার বিশ্বাস পন্থ সেটা পারবে। সাধারণত একজন অধিনায়ক যখন রান কিংবা উইকেট পায়, এমনিতেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। আর এটা দলের বাকি ক্রিকেটারদেরও আত্মবিশ্বাসী করে তোলে। আমি নিশ্চিত পন্থ একবার রান পেয়ে গেলে ওঁর অধিনায়কত্বও নিয়েও কথা বলার জায়গা থাকবে না।’‌


দিল্লির বিরুদ্ধে পন্থ রান না পেলেও লখনউ তুলেছিল ২০৯। তিন বল বাকি থাকতেই সেই রান তুলে দেয় দিল্লি। সৌজন্যে আশুতোষ শর্মা। ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ সময়ে স্টাম্পিংও মিস করেন পন্থ।