আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতরান করে ঝড় তুললেন হায়দরাবাদের ২১ বছরের তরুণ ব্যাটার আমন রাও। উল্টোদিকে ছিল বাংলার তারকাখচিত বোলিং লাইন আপ।
কিন্তু গোটা ইনিংসে ব্যাট হাতে দাপট দেখিয়ে বাংলার শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে অপরাজিত ডাবল সেঞ্চুরি হাঁকালেন আমন। এদিন বিজয় হাজারে ট্রফিতে হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল বাংলা দল।
একদিকে তিলক ভার্মা, নীতীশ রেড্ডির মতো তারকারা, উল্টোদিকে বাংলার সামি, আকাশদীপ, মুকেশ কুমারদের মধ্যে ছিল মূল লড়াই। কিন্তু লাইমলাইটে চলে এলেন ২১ বছরের আমন রাও।
মহম্মদ সামি নেতৃত্বাধীন তারকাখচিত বাংলার বোলিং লাইনআপকে কার্যত নিষ্প্রভ করে দেন রাও। এটি তাঁর প্রথম শ্রেণীর কেরিয়ারের মাত্র তৃতীয় ম্যাচ। আর সেই ম্যাচেই এল প্রথম দ্বিশতরান।
চলতি বিজয় হাজারে ট্রফিতে এটি দ্বিতীয় এবং টুর্নামেন্টের ইতিহাসে নবম ডাবল সেঞ্চুরি। উল্লেখ্য, কিছুদিন আগে আইপিএল মিনি-নিলামে ৩০ লক্ষ টাকা বেস প্রাইসে রাজস্থান রয়্যালস আমন রাওকে দলে নিয়েছে।
বিজয় হাজারে ট্রফিতে আমনের এই ফর্ম নিঃসন্দেহে স্বস্তি দেবে রাজস্থানকে। রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে রাও এদিন তাঁর ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন একটি বিশাল ছক্কা হাঁকিয়ে।
তাঁর বিধ্বংসী ইনিংসে ভর করে তিলক ভার্মা নেতৃত্বাধীন হায়দরাবাদ ৫ উইকেটে তোলে ৩৫২ রান। রাওয়ের ইনিংসটি সাজানো ছিল ১২টি চার ও ১৩টি ছক্কায়। বাংলার বোলারদের মধ্যে ভারতীয় টেস্ট দলে খেলা আকাশ দীপকেই সবচেয়ে বেশি আক্রমণ করেন রাও।
আকাশ দীপের ২৮ বলে একাধিক ছক্কা হাঁকান। মুকেশ কুমারের বিরুদ্ধে ২১ বল খেলে ৩৮ রান করেন, যার মধ্যে ছিল তিনটি ছক্কা। আমন রাওকে ২১ বল করে মহম্মদ শামি দেন ৩৫ রান, দুটি ছক্কাসহ।
বাংলা দলের প্রায় সব বোলারের বিরুদ্ধেই অন্তত একটি করে ছক্কা মারেন রাও। তবে বাঁ-হাতি স্পিনার শাহবাজ আহমেদের বিরুদ্ধে কিছুটা সংযত ছিলেন তিনি।
৩৩ বলে ২৫ রান করলেও শাহবাজের বলে দু’টি ছক্কা হাঁকাতে ভুল করেননি তিনি। উল্লেখ্য, এর আগে এই মরশুমে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন ওডিশার ওপেনার স্বস্তিক সামাল।
সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২১২ রান করেন তিনি। আমন রাও প্রথম শ্রেণীর অভিষেক করেন মাত্র এক সপ্তাহ আগে বরোদার বিরুদ্ধে। সেখানে তিনি করেন ৩৯ রান। চণ্ডীগড়ের বিরুদ্ধে আগের ম্যাচে তাঁর রান ছিল ১৩।
গত মরশুমে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে টি-টোয়েন্টি অভিষেক হয় তাঁর। ১১টি ম্যাচে ৩০১ রান করেছেন তিনি, গড় ৩৩.৪৪ এবং স্ট্রাইক রেট ১৬২.৭০। তাঁর ঝুলিতে রয়েছে দুটি টি-টোয়েন্টি অর্ধশতরান।
