আজকাল ওয়েবডেস্ক: ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সঙ্গে দীর্ঘ সম্পর্ক স্যার অ্যালেক্স ফার্গুসনের। চলতি মরশুমের শেষে সেই সম্পর্কে ছেদ পড়তে চলেছে ফার্গির। চলতি মরশুমের শেষে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিশ্বব্যাপী শুভেচ্ছাদূতের পদ থেকে সরে দাঁড়াবেন এই বিখ্যাত কোচ। 

৮২ বছর বয়সি অ্যালেক্স ফার্গুসন সম্ভ্রম জাগানো এক নাম বিশ্বফুটবলে। ২৭ বছর ওল্ড ট্র্যাফোর্ডে ছিলেন তিনি। এই সময়ে ১৩টি প্রিমিয়ার লিগ এবং দু'টি চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতেছেন। 

কিন্তু যাঁর নামের সঙ্গে জড়িয়ে রয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, সেই স্যার অ্যালেক্স ফার্গুসনকে কেন সরতে হচ্ছে? সূত্রের খবর, খরচ কমানোর জন্যই এহেন উদ্যোগ নেওয়া হয়েছে। 

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকপক্ষের একজন স্যার জিম র‍্যাটক্লিফ। তাঁর সঙ্গে স্যার অ্যালেক্সের আলোচনার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ক্লাবের ফুটবল বিষয়ক বোর্ডে নন একজিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাজ করার জন্য স্যার অ্যালেক্সকে স্বাগত জানানো হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, ক্লাবের খরচ কমানোর পরিকল্পনা হিসেবে বিশ্বখ্যাত কোচকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ফুটবল দলের উপরে বেশি বিনিয়োগ করাই আসল লক্ষ্য মালিকপক্ষের। 

 এর মধ্যে প্রায় আড়াইশোর বেশি কর্মীকে সরানো হয়েছে। এর পিছনেও রয়েছে খরচ কমানো।  প্রিমিয়ার লিগে ভালো জায়গায় নেই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। সাত ম্যাচে তাদের ঝুলিতে ৮ পয়েন্ট। ১৪ নম্বরে ম্যান ইউ।