আজকাল ওয়েবডেস্ক: এএফসি চ্য়াম্পিয়ন্স লিগ-২তে মঙ্গলবার মোহনবাগান হেরে গিয়েছিল তুর্কমেনিস্তানের ক্লাব আহাল-এর কাছে। আজ বুধবার এফসি গোয়া ২-০ গোলে হার মানল ইরাকের ক্লাব আল জাওরার কাছে। ঘটনাক্রমে দুটো ম্যাচই ছিল হোম ম্যাচ।

কোনও দলই ঘরের মাঠের সুবিধা নিতে পারল না। মঙ্গলবার যুবভারতীতে মোহনবাগানকে মাথা নীচু করে মাঠ ছাড়তে হয়েছিল। এদিন ফতোরদায় হার মানল এফসি গোয়া। খেলার ৪৪ মিনিটে রেজিক গোল করে এগিয়ে দিয়েছিলেন আল জাওরাকে। খেলা শেষ হওয়ার কিছু সময় আগে নিজার দ্বিতীয় গোলটি করেন আল জাওরার হয়ে।

আরও পড়ুন:‌ এবার বিসিসিআইয়ের জাতীয় নির্বাচক কমিটিতে আসতে চলেছেন দেশের এই দুই প্রাক্তন ক্রিকেটার, তারা কারা জানুন

পরপর দু'দিনে ভারতের দুই ক্লাবকে মাটি ধরাল বিদেশের দুই ক্লাব। ফুটবল সম্পর্কে ওয়াকিবহাল মহলের নিশ্চয় এই আল জাওরা ক্লাবের কথা মনে আছে। ১৯৯৩ সালে এশিয়ান কাপ উইনার্স কাপে ইস্টবেঙ্গল ৬-২ গোলে বিধ্বস্ত করেছিল ইরাকের এই ক্লাবকে। কার্লটন চ্যাপম্যান তিনটি গোল করেছিলেন। সেই কার্লটন চ্যাপম্যান পৃথিবীর মায়া কাটিয়ে চলে গিয়েছেন অনেক দিন আগে। বাকি তিনটি গোল করেছিলেন আকিল আনসারি, শিশির ঘোষ ও কুমারেশ ভাওয়াল। মধ্য প্রাচ্যের কোনও দলের বিরুদ্ধে সেটাই ছিল সর্বোচ্চ ব্যবধানে জয়।

১৯৯৩ সালের পর কেটে গিয়েছে ৩২টা বসন্ত। এই ৩২ বছরে ভারতের ফুটবল পিছিয়েছে। আর বাকিরা এগিয়ে গিয়েছে বহুগুণে। অথচ ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আইএসএল এসেছে। তাতেও কোনও উন্নতি নেই। আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরেই রয়েছি

ইস্টবেঙ্গলের সেই দলের কোচ ছিলেন শ্যামল ঘোষ। সেদিন শুরুতে রক্ষণাত্মক ছিলেন তিনি। আল জাওরার শক্তি বুঝে নিয়ে তার পরে আক্রমণের ঝড় তুলে ম্যাচ জিতে নিয়েছিল লাল-হলুদ। এদিন বিদেশের মাটিতে খেলতে এসে আল জাওরা পুরো পয়েন্ট নিয়ে চলে গেল। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে গোয়া ২০টি শট নিয়েছিল। মাত্র ২টি শট লক্ষ্যে ছিল। সেগুলো থেকে গোল হওয়ার মতো কোনও সম্ভাবনাই ছিল না। অন্যদিকে ইরাকের ক্লাব সাতটি শট নিয়েছিল। তার মধ্যে থেকে ২টিতে গোল পায়। 

এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে রোনাল্ডোর আল নাসর, তাজিকিস্তানের এফসি ইস্তিকল এবং ইরাকের এফসি জাওরা ২২ অক্টোবর এফসি গোয়ার সঙ্গে খেলা আল নাসেরের। সেই ম্যাচের দিকে এখন তাকিয়ে সবাই। তার আগে অবশ্য ১ অক্টোবর তাজিকিস্তানের ক্লাব ইস্তিকললের বিরুদ্ধে ম্যাচ রয়েছে গোয়ার। 

আরও পড়ুন:‌ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের জ্যাভলিন ফাইনালে নীরজ, প্রথম থ্রোয়েই বাজিমাত ...