আজকাল ওয়েবডেস্ক: তাঁর ম্যাচ বাঁচানো ইনিংস এবং প্যাট কামিন্সকে মারা বিশাল ছক্কার ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। গাব্বা টেস্টে ভারতের জন্য অত্যন্ত সঙ্কটজনক মুহূর্তে ১১ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন পেসার আকাশ দীপ। আউট হলেই ফলো অন খেয়ে যাবে ভারত। কিন্তু ঘটল ঠিক তার উল্টোটা। আকাশ দীপ এবং জসপ্রীত বুমরার গুরুত্বপূর্ণ পার্টনারশিপে ভর করে গাব্বা টেস্ট ড্র করে ভারত। ফলো অন বাঁচাতে যখন চার রান বাকি সেই সময় কামিন্সের বলে আকাশ দীপ পয়েন্টের ওপর দিয়ে বাউন্ডারি হাঁকান। সঙ্গে সঙ্গে ভারতীয় ড্রেসিংরুম আনন্দে ফেটে পড়ে।
হেড কোচ গৌতম গম্ভীর উত্তেজনায় হাত তুলে উল্লাস করেন, হাই-ফাইভ করতে দেখা যায় বিরাট কোহলি-রোহিত শর্মাকেও। অবশ্য বর্তমানে বক্সিং ডে টেস্টে জয়ের দিকেই মনোযোগ দিয়েছে ভারত। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে রবিবার অনুশীলনের পর গাব্বার ইনিংস নিয়ে মুখ খুললেন আকাশ দীপ। সাংবাদিকদের জানালেন, তিনি ফলো-অন এড়ানোর পরিকল্পনা নিয়ে ব্যাট করতেই নামেননি। তিনি বলেন, ‘ আমি নিচের দিকে ব্যাট করতে আসি, তাই ২০-২৫-৩০ রানের অবদান খুবই মূল্যবান। আমার একমাত্র লক্ষ্য ছিল উইকেট না হারানো। সেদিনও আমি কেবল টিকে থাকার চেষ্টা করেছিলাম। আমি খুশি যে আমরা ফলো-অন এড়াতে পেরেছি’।
তিনি আরও যোগ করেন, ‘যখন কেউ এমন কঠিন পরিস্থিতি থেকে ম্যাচ বাঁচায়, পুরো দল আত্মবিশ্বাস পায়। আমাদের ড্রেসিংরুমেও সেটাই দেখা গেছে’। প্রসঙ্গত, গাব্বা টেস্টের প্রথম ইনিংসে ৪৪ বলে ৩১ রান করেন আকাশ দীপ, যার মধ্যে ছিল দুটি চার এবং একটি ছক্কা। এটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ১১ নম্বর ব্যাটারের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। আকাশ দীপ এবং বুমরাহ দশম উইকেটের পার্টনারশিপ ছিল ৪৭ রানের। বুমরা ৩৮ বলে ১০ রান করেন এবং অপরাজিত থাকেন।
